প্রধান সংবাদ

Theme images by kelvinjay. Powered by Blogger.

পুলিশের বাড়িতে ডাকাতি, ডাকাত আতঙ্ক উপজেলা জুরে

পুলিশের বাড়িতে ডাকাতি, ডাকাত আতঙ্ক উপজেলা জুরে, উদাসীন পুলিশ ভাঙ্গা প্রতিনিধি ফরিদপুরের ভাঙ্গায় সম্প্রতি ফাঁকাবাড়িতে কেয়ারটেকারকে নৃশংসভাবে ...

প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » ফরিদপুরে এন্ড-ইউ-ফোরামের উদ্যোগে বিনামুল্যে চক্ষু ক্যাম্প

ফরিদপুরে এন্ড-ইউ-ফোরামের উদ্যোগে বিনামুল্যে চক্ষু ক্যাম্প

ডেস্ক রিপোর্ট

ফরিদপুরে এন্ড-ইউ-ফোরামের উদ্যোগে এবং আনোয়ারা-হামিদা চক্ষু হাসপাতালের সহযোগীতা ও তত্বাবধানে বিনামুল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের পদ্মা তীরবর্তী কবিরপুরের ইউছুফ আলী চৌধুরী মোহন মিয়া উচ্চ বিদ্যালয় ওই অঞ্চলের অসহায় দরিদ্র মানুষের জন্য বিনামুল্যে চোখের ছানি অপারেশনের উদ্যোগ গ্রহন করেছে। সে লক্ষ্যে ১৬ অক্টোবর বুধবার সকাল থেকে প্রায় ২৩৬ জন রোগীর চোখ পরীক্ষা করা হয়। এর মধ্যে চোখে ছানি পড়া রোগী সনাক্ত হয়েছে ১০০ জন। বাকী রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেন ডাক্তারগণ।

এছাড়াও চোখের সঠিক যত্নের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর এন্ড-ইউ-ফোরামের সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ ফারুক ইয়া আযম এর সভাপতিত্বে এবং দেলোয়ার হেসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আনোয়ারা-হামিদা চক্ষু হাসপাতালের সত্বাধিকারী ডাঃ মহসিন বেগ, সংগঠনের সাধারন সম্পাদক ডাঃ হায়দার আলী, নর্থ চ্যানেল ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মোস্তাকুজ্জামান মোস্তাক, সমাজসেবক শহীদ আল ফারুক।

সংগঠনের সহসভাপতি আবু সায়েম খান, নির্মল কুমার বিশ্বাস, যুগ্ম সম্পাদক এ টি এম ফয়েজ আহমেদ ফারুকী, দপ্তর সম্পাদক এ্যাডঃ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারি শিক্ষক এ সময় উপস্থিত ছিলেন।https://www.cpmrevenuegate.com/pdi063hwz?key=0299aef94c4809d41c7b37ad6a5dbe45

এন্ড-ইউ-ফোরামের সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ ফারুক ইয়া আযম বলেন, ফরিদপুর এন্ড-ইউ-ফোরাম দীর্ঘ দিন ধরে ফরিদপুরের বিভিন্ন এলাকায় মানবিক কার্যক্রমে নিয়োজিত রয়েছে। আমরা ২০২৩ সালেও ডিক্রিরচর ইউনিয়নের ৮৫ জন রোগীর চোখের ছানি বিনামুল্যে অপারেশনের ব্যবস্থা করতে পেরেছিলাম। এ বছর আরও বেশী হবে। যত রোগীই হোক আমরা ধাপে ধাপে সকলের অপারেশনের ব্যবস্থা করবো। স্বাস্থ্য সেবার পাশাপাশি এ সংগঠন সমাজে পিছিয়ে জনগোষ্ঠীর শিক্ষা সম্প্রসারনে ভুমিকা রাখছে। এছাড়াও পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা নিয়মিত বনজ, ফলদ ও ঔষধী গাছের চারা রোপন ও বিতরন করে থাকি। আমাদের এ কার্যক্রম নিয়মিত চলবে।

ডাঃ মহসিন বেগ বলেন,এই দুর্গম এলাকায় এসে আমি আপনাদের সেবা করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আজ যারা এখানে ছানি অপারেশনের জন্য সনাক্ত হবেন, তাদের প্রত্যেকেকে পর্যায়ক্রমে অপারেশন করা হবে এবং দেশের উন্নত চিকিৎসা সেবা দেওয়া হবে। আর এজন্য কাউকে কোন প্রকার টাকা খরচ করতে হবে না।

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply