ফরিদপুরে কৃষি ব্যাংকের বিভাগীয় শাখা পর্যালোচনা সভা অনুষ্ঠিত
ফরিদপুরে কৃষি ব্যাংকের বিভাগীয় শাখা পর্যালোচনা সভা অনুষ্ঠিত
তামিম ইসলাম
ফরিদপুরে বিভাগীয় পাঁচটি জেলার কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে কৃষি ব্যাংকের সব পর্যায়ে ২০২৪-২৫ অর্থ বছরে শতভাগ সফলতা অর্জিত হয়েছে বলে জানানো হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) সকালে শহরতলীর ব্র্যাক লার্নিং সেন্টারে পর্যালোচনা সভা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সালমা বানু। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনা ও পরিচালনা মহাবিভাগের মহাব্যবস্থাপক আবু সাইদ মোঃ রওশানুল হক, প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক মোহাঃ খালেদুজ্জামান, বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা প্রবীর কুমার দাস। উক্ত পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর বিভাগীয় কার্যালয় এর মহাব্যবস্থাপক মোঃ খোরশেদ আলম।https://www.cpmrevenuegate.com/pdi063hwz?key=0299aef94c4809d41c7b37ad6a5dbe45
এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সালমা বানু বলেন, '২০২৪-২৫ অর্থ বছরে ফরিদপুর বিভাগের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ ছিল তা সবক্ষেত্রেই অর্জন করা সম্ভব হয়েছে। এটা একটি ব্যাংকের অগ্রগতিতে বড় সহায়ক ভূমিকা পালন করবে। মুষ্টিবদ্ধ হাত এক করলে সব কঠিন কাজ সহজ হয়ে যায় এটি তার একটি উদাহরণ।
'কৃষি ব্যাংকে কোন তারল্য সংকট নেই উল্লেখ করে অতিথিরা অন্যান্য ব্যাংকের পরিবর্তে কৃষি ব্যাংকেই বিনিয়োগ বৃদ্ধি এবং আমানত রাখার জন্য সকলকে উৎসাহিত করেন। এ সময় শাখা ব্যবস্থাপকগণ ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনসহ কৃষি উন্নয়নের ব্যাপারে কাজ করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
উল্লেখ্য, বাংলাদেশ কৃষি ব্যাংক বাংলাদেশের রাষ্ট্র মালিকানাধীন সর্ববৃহৎ বিশেষায়িত ব্যাংক, যা সৃষ্টির শুরু থেকেই কৃষি সমৃদ্ধি অর্জনের জন্য কাজ করে যাচ্ছে এবং একই সাথে গ্রাহকদের মধ্যে অনলাইন ব্যাংকিংসহ আধুনিক সকল ব্যাংকিং সুযোগ-সুবিধা প্রদান করে আসছে।
Tag:
No comments: