প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » ফরিদপুরে রেলওয়ের উচ্ছেদে বাধা দেয়ায় মামলা, আসামি অর্ধশতাধিক

ফরিদপুরে রেলওয়ের উচ্ছেদে বাধা দেয়ায় মামলা, আসামি অর্ধশতাধিক

হামলার মুখে রেল কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের লোকজন উচ্ছেদ অভিযান শেষ না করেই সেখান থেকে ফিরে যেতে বাধ্য হয়।

ডেস্ক রিপোর্ট

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার রেলস্টেশন এলাকায় রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রক্রিয়ায় বাধা দেয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে।

১৮ অক্টোবর শুক্রবার রাতে রেলওয়ের রাজবাড়ী অঞ্চলের ১৫ নম্বর কাচারী (ভূ-সম্পত্তি বিভাগ) মো. বাবু বাদী হয়ে ছয় জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা ৫০/৬০ জনকে আসামি করে মামলাটি করেছেন বলে জানিয়েছেন বোয়ালমারী থানার ওসি আসাদুজ্জামান। নাম উল্লেখ করা আসামিরা হলেন- বোয়ালমারী পৌরসভার শিবপুর গ্রামের মো. ইয়াছিন বাবু, বিপ্লব মীর, মো. জিয়াউর রহমান, মামুনুর রশীদ জিল্লু, তুষার সুজন শেখ।

মামলার এজাহার সূত্রে ওসি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বোয়ালমারী রেলস্টেশন সংলগ্ন আশপাশের এলাকাসহ রেলওয়ের মালিকানাধীন জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়।

স্টেশন এলাকার উচ্ছেদ শেষে উত্তর রেলগেট সংলগ্ন রেল লাইনের উভয় পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ কাজ চলার সময় বেলা দেড়টায় মো. ইয়াছিন বাবুর নেতৃত্বে হুকুমে হামলা চালানো হয়।

পাথর, ইট, হাসুয়া, কাচি, রামদা, লাঠি, কাঠের বাটাম, লোহার পাইপ, হাতুড়ি, শাবল ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা সরকারি কাজে বাধা প্রদান

আসামিরা রেলওয়ে রাজবাড়ী অঞ্চলের ফিল্ড কানুনগো মো. জিয়াউল হক, পাকশী অঞ্চলের বিভাগীয় কর্মকর্তা আব্দুর রহিম অফিস সহকারী শেখ জাবের আলীর শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে জখম করে এবং গলা চেপে শ্বাসরোধে হত্যা করার চেষ্টা করে।

তাদের হামলার মুখে রেল কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের লোকজন উচ্ছেদ অভিযান শেষ না করেই সেখান থেকে ফিরে যেতে বাধ্য হয়।

আহত জিয়াউল হক, আব্দুর রহিম এবং শেখ জাবের আলী রাজবাড়ী সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন বলে এজাহারে জানান হয়।https://www.cpmrevenuegate.com/pdi063hwz?key=0299aef94c4809d41c7b37ad6a5dbe45

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামীম খান রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার ফাইল পেয়েছি, এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। দ্রুত প্রতিবেদন দেওয়ার মাধ্যমে আসামিদের গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হবে।

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply