যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে : এস পি আব্দুল জলিল
যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে : এস পি
আব্দুল জলিল
ডেস্ক রিপোর্ট
ফরিদপুর জেলা পুলিশে চলমান নিয়োগ স্বচ্ছভাবে যোগ্যতার ভিত্তিতে হবে বলে জানিয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল। ২১ অক্টোবর সোমবার সকাল
১১ টার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এ তথ্য জানান পুলিশ সুপার। পুলিশের নিয়োগ চলাকালে একশ্রেণীর দালাল চক্র মানুষকে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করে জানিয়ে পুলিশ সুপার সাংবাদিকদেরকেও সজাগ থাকার আহ্বান জানান।
প্রতারণাকারীদের সন্ধান পাওয়া মাত্রই তা দ্রুত পুলিশ সুপারকে অবহিত করতে অনুরোধ করেন তিনি। পুলিশ সুপার আরো জানান, কোন প্রার্থী কোন প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে নিয়োগ বাতিল হবে। তাছাড়া আবেদনপত্রে কোন মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে প্রার্থী নিয়োগের অযোগ্য বিবেচিত হবেন।https://www.cpmrevenuegate.com/pdi063hwz?key=0299aef94c4809d41c7b37ad6a5dbe45
উল্লেখ্য, ফরিদপুর শহরের পুলিশ লাইনস মাঠে আগামী ২৫-২৬-২৭ অক্টোবর সকাল আটটায় শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১২ নভেম্বর লিখিত ও ১৯ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া পুলিশের টিআরসি নিয়োগে ৫% মুক্তিযোদ্ধা কোঠা বলবৎ আছে বলেও তিনি জানান। কোন প্রকার প্রলোভন বা কারো ফাঁদে পা না দিতে প্রার্থী ও অভিভাবকদের আহ্বান জানানো হয়।
ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান, ডি আই ওয়ান শাহজালাল আলম, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দীকিসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag:
No comments: