প্রধান সংবাদ

Theme images by kelvinjay. Powered by Blogger.

পুলিশের বাড়িতে ডাকাতি, ডাকাত আতঙ্ক উপজেলা জুরে

পুলিশের বাড়িতে ডাকাতি, ডাকাত আতঙ্ক উপজেলা জুরে, উদাসীন পুলিশ ভাঙ্গা প্রতিনিধি ফরিদপুরের ভাঙ্গায় সম্প্রতি ফাঁকাবাড়িতে কেয়ারটেকারকে নৃশংসভাবে ...

প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » ফরিদপুরে জুরিখের প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

ফরিদপুরে জুরিখের প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত


ডেস্ক রিপোর্ট

ফরিদপুরে প্র্যাকটিক্যাল এ্যাকশান জুরিখ ফাউন্ডেশন -এর সহযোগিতায় 'জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম' প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সংস্থা উত্তরণ এর আয়োজনে ২৩ অক্টোবর বুধবার সকাল ১১ টায় ফরিদপুর সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনিম।

উত্তরণ-এর আরএমসিপি ফাতেমা হালিমা আহমেদ এর সভাপতিত্বে এবং জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম এর প্রকল্প সমন্বয়কারী মো. আরিফুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্র্যাকটিক্যাল এ্যাকশান ইন বাংলাদেশ এর থিমেটিক লিড তামান্না রহমান, ফিল্ড অপারেশন ম্যানেজার এজেএম শফিকুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আঃ রব।https://www.profitablecpmrate.com/pdi063hwz?key=0299aef94c4809d41c7b37ad6a5dbe45

এ সময় উন্মুক্ত আলোচনায় অংশ নেন সদরপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান মিঞা, সমাজসেবা অফিসার কাজী শামীম আহমেদ, উত্তরণের শম্ভু চৌধুরী, ফরিদপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রাসিন ফরিদপুরের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, বিএফএফ এর নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বির বিভিন্ন ইউনিয়নের সচিব, চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ সদস্য-সহ প্রকল্পের অন্যান্য স্টেকহোল্ডাররা। উন্মুক্ত আলোচনায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে যে সকল সমস্যা তৈরী হয় তা তুলে ধরেন। পাশাপাশি মানব সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা করার আহ্বান জানান সকলে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তন আমাদের জীবনে ব্যপক প্রভাব ফেলেছে। দুর্যোগ প্রবণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। নদীমাতৃক দেশ ও সাগর উপকূলে আমাদের দেশ। যার ফলে দুর্যোগও বেশী। এসকল দুর্যোগের ফলে আমরা নানা সমস্যায় নিপোতিত হই। উত্তরণ প্র্যাকটিক্যাল এ্যাকশান এই দুর্যোগ মোকাবেলায় যে সকল পদক্ষেপ গ্রহণ করছেন তাতে দুর্যোগ এলেও ক্ষতির পরিমান একদমই কমে আসবে বলে অভিমত ব্যক্ত করেন। এই অঞ্চলে জলবায়ু পরিবর্তন সম্পর্কীত প্রকল্প বাস্তবায়ন করার জন্য প্রধান অতিথি সকলকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের আওতায় বন্যা, তাপদাহ খরা-সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি কমাতে কাজ করবে।

  

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply