প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ২২-১০-২০২৪ ইং তারিখ সোমবার যায়যায় কাল নামক পত্রিকায় ফরিদপুর উপজেলা অফিসের দুর্নীতির মহারাজ মিজান শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা সম্পুর্ন মিথ্যা, বানোয়াট, মনগড়া ও উদ্দেশ্য প্রনোদিত। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই । স্থাবর- অস্থাবরসহ আমার কর্মক্ষেত্র নিয়ে রংচটিয়ে মনগড়া অতিরঞ্জিত তথ্য উপস্থাপন করা হয়েছে সংবাদটিতে। আমার পুত্র বাল্য কাল থেকে সখের বসে রঙ্গিন মাছ চাষ করা শুরু করলে, আমি প্রথমে বাধা দিই। তবে সব বাধা অতিক্রম করে সে গত ৬ বছর যাবত রঙ্গিন মাছ চাষ করে কিশোর বয়সেই তরুন উদ্যোক্তা হিসেবে ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায় পরিচিতি পেয়েছে। তার সফলতা দেখে এ কাজে তাকে উৎসাহিত করার পাশাপাশি আমিও অবসর সময়ে সাহায্য করি।
এ ছাড়াও প্রকাশিত সংবাদে উপজেলা পরিষদের বিভিন্ন দাপ্তরিক কাজ নিয়ে যে কথা বলা হয়েছে, সেটাও উদ্দেশ্য প্রনোদিত এবং বানোয়াট। উপজেলা পরিষদের যে কাজ হয়, তা আমার উর্ধ্বতন কর্তৃপক্ষ সরকারি নিয়মানুযায়ী করে থাকেন। যেখানে আমি উপজেলা নির্বাহী অফিসের একজন উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা হওয়ায় আমার কোন মন্তব্য বা সুপারিশ করার সুযোগ নেই, আমি উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনানুযায়ী সততার সহিত কাজ করে আসছি। বর্তমান দেশের প্রেক্ষাপটের বরাত দিয়ে তিনি বলেন ঘোলা পানিতে মাছ শিকারের উদ্দ্যেশে এ ধরনের মনগড়া সংবাদ পরিবেশন করা হয়েছে বলে আমি মনে করি।
সাংবাদিকের মিথ্যা তথ্য দিয়ে প্রকাশিত সংবাদে যে তথ্য উপস্থাপন করা হয়েছে তা সমাজের সামনে আমাকে হেয়প্রতিপন্ন এবং বিব্রতকর পরিস্থিতির মধ্যে ঠেলে দেয়া হয়েছে। তাই আমি সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
উল্লেখ্য,
মোঃ
মনির নামে উক্ত পত্রিকার সাংবাদিক বিভিন্ন সময় আমাকে ভয়ভীতি দেখান
এবং আমার কাছে ১০ (দশ) লক্ষ টাকা চাদা দাবী করেন। তাকে উক্ত টাকা না দেয়ায় আমার উপর ক্রোধান্বিত
হয়ে তিনি মিথ্যা তথ্য দিয়ে এ সংবাদ প্রকাশ করেছেন।
Tag:
No comments: