প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভালো মানের শিক্ষক থাকলেও শিক্ষায় আন্তরিকতার যথেষ্ঠ অভাব রয়েছে
প্রাথমিক
বিদ্যালয়গুলোতে ভালো
মানের শিক্ষক থাকলেও শিক্ষায় আন্তরিকতার যথেষ্ঠ অভাব রয়েছে- ফরিদপুরের ডিসি
জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর
প্রাথমিক
বিদ্যালয়গুলোতে ভালো মানের শিক্ষক থাকলেও শিক্ষায় আন্তরিকতার যথেষ্ঠ অভাব রয়েছে বলে
মন্তব্য করেছেন ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ।
২৬ অক্টোবর বৃহস্পতিবার দিনব্যাপী জেলার ৮৮৮টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অংশগ্রহণে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ফরিদপুর জেলার বর্তমান অবস্থা, সমস্যা ও সমাধানের উপায়ে প্রাথমিক শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যকালে এ মন্তব্য করেন তিনি।
সদর
উপজেলা মাল্টিপারপাস হলরুমে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক
শিক্ষা অফিসের আয়োজনে ২টি পর্বে এই সম্মেলন অনুষ্ঠিত
হয়। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রথম পর্বে অংশগ্রহণ করেন ফরিদপুর সদর, নগরকান্দা, মধুখালী ও ভাঙ্গা উপজেলার
শিক্ষকগণ। দুপুর আড়াইটা থেকে ৫ টা পর্যন্ত
বোয়ালমারী, আলফাডাঙ্গা, সালথা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার
শিক্ষকদের অংশগ্রহণে দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়।
এ
সময় জেলা প্রশাসক বলেন, আপনাদের যদি ভালো বেতন দেয়া হয় তাহলে মানসম্মত
শিক্ষা দিতে চাইবেন। কিন্তু এটা হবে জাতির সাথে প্রতারণা। ভালো বেতন ছাড়াও মানসম্মত শিক্ষা দেয়া যায়। শিক্ষার মান উন্নয়নে আমাদের হৃদয়ের অবকাঠামোতে দেশপ্রেম থাকতে হবে। দেশপ্রেম জাগ্রত না হলে সম্ভব
না। নৈতিকতা ও আদর্শ নিয়ে
ফরিদপুরকে প্রাথমিক শিক্ষায়
মডেল হিসেবে গড়ে তুলতে হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অমিত দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াছিন কবির, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শাহিদুজ্জামান খান, প্রবীণ শিক্ষাবিদ মোঃ শাহজাহান হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাহিউদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী সহ সকল উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ।
Tag:
No comments: