নানা আয়োজনে সমাপ্ত হলো লায়ন্স ক্লাব অব ফরিদপুর সিটির অক্টোবর সেবা
নানা
আয়োজনে সমাপ্ত হলো লায়ন্স ক্লাব অব ফরিদপুর সিটির অক্টোবর সেবা
ডেস্ক রিপোর্ট
নানা আয়োজনে সমাপ্ত হলো লায়ন্স ক্লাব অব ফরিদপুর সিটির অক্টোবর সেবা সপ্তাহ। লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে অক্টোবর সেবা উদযাপন করে ক্লাবটি। ৪ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত লায়ন্স ক্লাব অব ফরিদপুর সিটি (জেলা ৩১৫ এ ১) নানা কর্মসূচি পালন করে।
এ দিন মাছের পোনা অবমুক্তকরণ, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা রোপন, দরিদ্র কয়েকটি পরিবারকে সাবলম্বী করতে ছাগল বিতরণ ও দরিদ্র নারী – পুরুষের মাঝে শাড়ী ও লুঙ্গী বিতরণ করা হয়েছে।
ক্লাবের বর্তমান ১নং সহ সভাপতি লায়ন আনু বিনতে হাকিমের সভাপতিত্বে ও পরিচালক লায়ন মোস্তাফিজুর রহমান লাভলু এর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক গভর্ণর লায়ন মোঃ নাজিরুল ইসলাম সিকদার।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সেবা সপ্তাহের আহ্বায়ক ও সিটি ক্লাবের প্রতিষ্ঠাতা লায়ন মহসিন শরীফ, ক্লাবের উপদেষ্টা লায়ন ইঞ্জিনিয়ার শামসুল আলম, সাধারণ সম্পাদক লায়ন মোঃ সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ লায়ন রিপন আহমেদ বাপ্পি, লায়ন সুমন হোসেন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৯১৭ সালে এই অক্টোবর মাসে আমেরিকার শিকাগো শহরে মেলভিন জোন্সের উদ্যোগে অসাম্প্রদায়িক ও অরাজনৈতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবের যাত্রা শুরু হয়েছিল। বিশ্বে ২২ লাখের বেশি লায়ন ২৪ ঘন্টা বিশ্বের কোথাও না কোথাও মানবকল্যাণে কাজ করছেন। তিনি বলেন, সারা বিশ্বে ২২৭ টি দেশে একযোগে এই সেবা মাস উদযাপন করা হয়।
আমরা
নিজেদের অর্থায়নে এই সেবা কার্যক্রম করে থাকি। সমাজে অনেক মানুষ আছে যারা নানা সমস্যার
মধ্যে থাকে। আমরা খুঁজে খুঁজে এ সকল মানুষগুলোকে সহায়তা করে থাকি। আমরা এই সেবা কর্মকান্ড
পরিচালনার মাধ্যমে সাধারন মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছি। আগামী দিনেও সুবিধাবঞ্চিত
মানুষের জন্য লায়নদের সেবাকর্ম অব্যাহত থাকবে।
Tag:
No comments: