প্রধান সংবাদ

Theme images by kelvinjay. Powered by Blogger.

পুলিশের বাড়িতে ডাকাতি, ডাকাত আতঙ্ক উপজেলা জুরে

পুলিশের বাড়িতে ডাকাতি, ডাকাত আতঙ্ক উপজেলা জুরে, উদাসীন পুলিশ ভাঙ্গা প্রতিনিধি ফরিদপুরের ভাঙ্গায় সম্প্রতি ফাঁকাবাড়িতে কেয়ারটেকারকে নৃশংসভাবে ...

প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » ফরিদপুরে চালু হলো ন্যায্য মূল্যের জনতার বাজার

ফরিদপুরে চালু হলো ন্যায্য মূল্যের জনতার বাজার

ডেস্ক রিপোর্ট

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই বাজারে মানুষ যখন হিমশিম খাচ্ছে তার দৈনন্দিন চাহিদা পুরনে, সারাদিন খাটাখাটনির পর রাতে বাড়ি ফেরার সময় বাজারটাও হচ্ছেনা প্রয়োজন অনুযায়ী, সেই সাধারণ মানুষের কথা চিন্তা করে বাজার থেকে বেশ কম মুল্যে  তরি তরকারিসহ বেশকিছু দ্রব্যাদি বিক্রির উদ্যোগ নিয়েছে কনজ্যুমার ভয়েস বাংলাদেশ নামক একটি সংগঠন। তারা ন্যায্য মূল্যে কৃষকের মাঠ থেকে তরতাজা সবজি সরাসরি ভোক্তার হাতে পৌঁছাতে ফরিদপুরে জনতার বাজার নামে এই সবজির বাজার চালু করেছে। এ বাজার থেকে সব ধরনের সবজি কম মূল্যে ক্রয় করতে পারবে নিম্ন আয়ের মানুষ। সপ্তাহে দুই দিন বাজার চালু থাকবে। পরবর্তীতে সাত দিনই বাজার চালু রাখার কথা জানিয়েছে আয়োজকরা।

নভেম্বর  শনিবার  দুপুরে ফরিদপুর শহরের ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন এলাকায় অস্থায়ীভাবে এই বাজারের উদ্বোধন করা হয়। সপ্তাহের দুইদিন শনিবার বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাজারে বিভিন্ন ধরনের সবজি বিক্রি করা হবে।

উদ্বোধনী দিনে আলু, পেঁয়াজ, বেগুন, রসুন, মরিচ, লাউসহ  বিভিন্ন সবজি বাজার থেকে কম মূল্যে  বিক্রি করা হয়। বাজারে পেঁয়াজ ১২৫ টাকা কেজি হলেও এখানে বিক্রি করা হয় ১০৫ টাকায়, আলু বিক্রি করা হয় ৫৫ টাকা কেজি দরে, বাজারে বিক্রি হচ্ছে ৬৫ টাকা। আঁদা ১১০ টাকা কেজি, রসুন ২৩০টাকা, বাঁধাকপি ৫০টাকা, বেগুন ৫০টাকা, মুলা ৩৫ টাকা, মিষ্টি কুমড়া ৫০টাকা কেজি দরে বিক্রি করা হয়।https://www.profitablecpmrate.com/pdi063hwz?key=0299aef94c4809d41c7b37ad6a5dbe45

এছাড়াও সব ধরনের সবজি বাজার থেকে কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা কম দামে বিক্রি করা হচ্ছে। বাজারে কম দামে সবজি কিনে খুশি ক্রেতারা। তবে তাদের দাবি সবজির পাশাপাশি ডিমসহ অন্যান্য সামগ্রীও বিক্রি করা হোক।

সবজি কিনতে আসা ক্রেতা শেলী আক্তার বলেন, ধরনের বাজার চালু করায় আমরা খুশি। প্রথমদিনেই এসে দেখছি সব সবজি বাজারে কম মূল্যে বিক্রি করা হচ্ছে। বাজারে পেঁয়াজ ১২৫ টাকা কেজি বিক্রি হচ্ছে, এখান থেকে ১০৫ টাকা কেজি দরে কিনেছি। এছাড়া আলু কিনেছি ৫৫ টাকা কেজি দরে।

 

আরেক ক্রেতা রবিউল  বলেন, সবজির পাশাপাশি বাজারে ডিম, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রি করলে আমরা আরো উপকৃত হতাম। আয়োজকদের কাছে দাবি জানাই সবজির পাশাপাশি অন্যান্য পণ্য যাতে বিক্রি করে তারা। 

জনতার বাজারে আসা আরেক ক্রেতা সাবিনা পারভিন বলেন, বাজার সপ্তাহে দুই দিন চালু থাকবে। সাতদিন চালু থাকলে আমরা আরও উপকৃত হতাম। আমাদের দাবী সপ্তাহের সাতদিনই বাজার চালু থাক।

তিনি আরও বলেন, প্রথমদিনের বাজারে এসে বিভিন্ন সবজি কিনেছি। সব মিলিয়ে বাজার থেকে ১০০ টাকা সেভ হয়েছে। এ ধরনের উদ্যোগ নেওয়ায় আয়োজকদের সাধুবাদ জানাই।

কনজ্যুমার ভয়েস বাংলাদেশের সভাপতি মোস্তফা আমির ফয়সাল জানান, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন আয়ের মানুষের জন্য বাজার চালু করা হয়েছে। সপ্তাহে দুই দিন বাজার চালু থাকবে, পরবর্তীতে সাতদিনই চালু রাখার ব্যবস্থা করা হবে।  

তিনি আরও জানান, এছাড়া সবজির পাশাপাশি অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও বিক্রি করা হবে। জেলা প্রশাসক স্যারের সাথে কথা হয়েছে তিনি আমাদের একটি উন্মুক্ত জায়গার ব্যবস্থা করে দিলে আমরা বৃহৎ পরিসরে বাজার বসাতে পারবো। তখন আরো বেশি মানুষ এখান থেকে বাজার করতে পারবে। 

মোস্তফা আমির ফয়সাল জানান, বাজারের চেয়ে জনতার বাজারে সব ধরনের সবজি কম মূল্যে বিক্রি করা হচ্ছে। কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কম নেওয়া হচ্ছে। আশা করছি সামনের দিনগুলোতে আরও দাম কম নিতে পারবো। প্রথমদিনে জনতার বাজার থেকে তিন শতাধিক মানুষ সবজি ক্রয় করেছেন।  

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply