প্রধান সংবাদ

Theme images by kelvinjay. Powered by Blogger.

পুলিশের বাড়িতে ডাকাতি, ডাকাত আতঙ্ক উপজেলা জুরে

পুলিশের বাড়িতে ডাকাতি, ডাকাত আতঙ্ক উপজেলা জুরে, উদাসীন পুলিশ ভাঙ্গা প্রতিনিধি ফরিদপুরের ভাঙ্গায় সম্প্রতি ফাঁকাবাড়িতে কেয়ারটেকারকে নৃশংসভাবে ...

প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » ফরিদপুরে ১০ দফা দাবীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুরে ১০ দফা দাবীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক রির্পোট

”কৃষি বাচাও, কৃষক বাচাও, দেশ বাচাও” কৃষি খাতে বৈষম্যহীন আমূল সংস্কার চাই, শ্লোগান নিয়ে কৃষি ফসলের লাভজনক দামের দাবীসহ ১০ দফা দাবীতে ফরিদপুর জেলা কৃষক সমিতির উদ্যোগে কৃষক সমবেশ অনুষ্ঠিত হয়েছে। ‌‌

৩ নভেম্বর বিকেলে শহরের জনতা ব্যাংকের মোড়ে জেলা কৃষক সমিতির সভাপতি সুধিন সরকার মঙ্গলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য র‌াখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন।https://www.profitablecpmrate.com/pdi063hwz?key=0299aef94c4809d41c7b37ad6a5dbe45

জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক অজিত বিশ্বাসের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কৃষক সমিতি জাতীয় পরিষদ সদস্য রফিকুজ্জামান লায়েক, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাবেক সভাপতি এ্যাডভোকেট মানিক মজুমদার, সাধারন সম্পাদক আব্দুর রহমান লাল্টু, জেলা কমিটির সদস্য জাহানারা বেগম, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল হাশেম, উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নুর আব্দুল্লাহ সাঈদ প্রমুখ।

সভায় বক্তারা কৃষকদের উপর বিভিন্ন বৈষম্য তুলে ধরে বলেন, কৃষকেরা মাথার ঘাম পায়ে ফেলে, রোদ, বৃষ্টি, ঝড় উপেক্ষা করে আমাদের জন্য ফসল ফলান, আর আমরা তার ন্যায্য মূল্য দিতে চাই না। এভবে আর চলতে দেওয়া হবে না। কৃষককে তার ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে। পাটের দাম সর্বনিম্ন ৫ হাজার টাকা করতে হবে, বন্ধ পাটকল চালু করতে হবে ও চিনিকল বন্ধ করা চলবে না, ভূমি সংস্কার করে প্রকৃত কৃষকদের হাতে জমি দিতে হবে,পলিথিন, প্লাস্টিক বর্জন করে পাটের ব্যাগ চালু করতে হবে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সুদ মুক্ত কৃষি ঋণ ও বিনা মূল্যে সেচ সুবিধা দিতে হবে,হাট বাজারে তোলা ও ধলতা নেওয়া বন্দ করতে হবে, ভুমি অফিসের ঘুষ দুর্নীতি -অডিনয়ম বনধ করতে হবে, পল্লী রেশনিং ব্যবস্থা চালু করতে হবে, উন্নত বীজ ও সারের ব্যবস্থা করতে হবে এবং ৫০ উর্ধ্ব বয়স্ক কৃষকদের পেনশন দিতে হবে।

এগুলো কৃষকদের যৌক্তিক দাবি, এ দাবী মানতে হবে। তারা যাতে ফসলের ন্যায্য দাম পায় তা সরকারকে নিশ্চিত করতে হবে। কৃষকের দাবি সমূহ সবার আগে গুরুত্ব দিতে হবে। পুঁজিবাদী ব্যবস্থাকে ভেঙ্গে সমাজতান্ত্রিক ‌ব্যবস্থা চালু করতে হবে। আগামীতে ‌কৃষি উপকরণের দাম বাড়ালে কঠোর কর্মসূচি ঘোষণা দেয়া হবে।

তারা বলেন, কৃষক মাঠে কাজ করার সময় বজ্রপাতে নিহত হয়, তার জন্য সরকার কোন ব্যবস্থা গ্রহন করে না। কিন্তু বজ্রপাতে নিহত প্রত্যেক কৃষকের পরিবারকে জন্য লক্ষ টাকা ক্ষতিপূরণ   দিতে হবে। প্রত্যেক নারী শ্রমিক যেন প্রতি মাসে ১ হাজার টাকা করে ভাতা পায় সেটা সরকারকে নিশ্চিত করতে হবে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply