ফরিদপুরে জাতীয় সমবায় দিবস পালন
ফরিদপুরে জাতীয় সমবায় দিবস পালন
ডেস্ক রিপোর্ট
"সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”প্রতিপাদ্যে ফরিদপুরে ৫৩তম জাতীয় সমবায় দিবস পলিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের আয়োজনে সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে
জেলা সমবায় কর্মকর্তা মোঃ আলম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা
সভায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা
প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা।https://www.profitablecpmrate.com/pdi063hwz?key=0299aef94c4809d41c7b37ad6a5dbe45
অতিরিক্ত জেলা প্রশাসক (সর্বিক)
মোঃ ইয়াসিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সালাউদ্দিন ও আঞ্চলিক সমবায়
শিক্ষায়তনের অধ্যক্ষ নুর মোঃ মামুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান
করেন।
জেলা প্রশাসক বলেন,বিভিন্ন
সিন্ডিকেটের কারণে দ্রব্যমুল্য অস্থিতিশীল অবস্থায় আছে। এখনই কাজ করার সময়। এখন যদি
কিছু করে দেখাতে পারেন তাহলে সরকারের দৃষ্টি আকর্ষণ হবে। আপনি যদি দ্রব্যমুল্য কমাতে
সহযোগীতা করেন তাহলে সরকার সমবায়ীদের নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করবে। নতুন করে তারা
আশান্বিত হবে । এই আশার জায়গাটা কিন্তু শেষ হয়ে যায়নি। এটা নতুন ভাবে শুরু হয়েছে। আমরা
যদি ভালো কিছু দেখাতে পারি তাহলে নতুন নতুন উদ্যোক্তা তৈরী হবে। নতুন উদ্যোক্তা তৈরী
সমবায়ের জন্য ভালো একটা বিষয়।
তিনি বলেন,মাল্টিপারপাস নিয়ে
অনেক দুর্নামও আছে। বিভিন্ন অনিয়মের কারণে অনেক মালিক জেলে আছে, আবার অনেক জায়গায় প্রশাসক
নিয়োগ দিতে হয়েছে। এ সকল যায়গায় যারা কাজ করে তাদের কর্ম ও লক্ষ্য – উদ্দেশ্য যদি সৎ
থাকে তাহলে কাঙ্খিত ফলাফল পাওয়া সম্ভব।
এ সময় স্থানীয় বিভিন্ন সমবায় সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক, জেলা
ও উপজেলা সমবায় অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Tag:
No comments: