ভাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সনদ তুলে দিলো শিক্ষা বিভাগ
ভাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সনদ তুলে দিলো শিক্ষা বিভাগ
ডেস্ক রিপোর্ট
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মানে আয়োজিত হলো সংবর্ধনা অনুষ্ঠান। ৩০ জুলাই বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ২৮ জন কৃতি শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট ও সনদপত্র।
অনুষ্ঠানটি আয়োজন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরম্যান্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম (PBGSI) এর আওতায় জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
ফরিদপুর জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান। সম্মনিত অতিথি হিসেবে বক্তব্য দেন ভাঙ্গা সরকারি কে এম কলেজের অধ্যক্ষ মোঃ নিজাম খান।
এছাড়াও বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রসার প্রধান শিক্ষক, অভিভাবক প্রতিনিধি ও কৃতি শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার পোলাত বিশ্বাস।আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। উপস্থিত শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে এ আয়োজন প্রাণচাঞ্চল্য ও আনন্দের পরিবেশ সৃষ্টি করে।
Tag:
No comments: