বাংলাদেশ খেলাফত মজলিশ ভাঙ্গা পৌর শাখার শুরা অধিবেশনে সভাপতি-বাচ্চু মোল্লা, সম্পাদক-মাহামুদুল হাসান
বাংলাদেশ খেলাফত মজলিশ ভাঙ্গা পৌর শাখার শুরা অধিবেশনে সভাপতি-বাচ্চু মোল্লা, সম্পাদক-মাহামুদুল হাসান
ডেস্ক রিপোর্ট
ধর্ম-বর্ণ ভিন্নমত, সবার জন্য খেলাফত এ শ্লোগান নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা পৌর শাখার মজলিশে শুরা অধিবেশন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) বিকেল ৩ টায় সংগঠনটির উপজেলা শাখা কার্যালয়ে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তুলতে ভাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতা-কর্মীরা অধিবেশনে যোগ দেন। সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবী ভাঙ্গা পৌর শাখার আংশিক কমিটি ঘোষণা দেন। হাফেজ ক্বারী নুর মোহাম্মদ বাচ্চু মোল্লাকে সভাপতি ও হাফেজ মাহামুদুল হাসানকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়। তিনি, আগামী ২১ আগস্ট ২০২৫ এর মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি গঠন করে জেলা কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেন।
বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা শাখার সহ-সভাপতি ও ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা।
ভাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনটির জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা সোবহান মাহমুদ, সহ-সভাপতি মান্না আবু বকর সিদ্দিক, জেলা নির্বাহী সদস্য মাওলানা আশরাফ আলী প্রমুখ। https://www.facebook.com/share/v/1B2jnJTJT6/
অনুষ্ঠানে বক্তারা বলেন- আমাদের দেশে শান্তিময় পরিবেশ সৃষ্টি করতে ও ইসলাম প্রতিষ্ঠার লক্ষে খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। এর কোনো বিকল্প নেই। দলীয় রিক্সা প্রতিকের বিজয় সুনিশ্চিত করতে ভোটারদের দ্বার প্রান্তে পৌঁছাতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান বক্তারা।
Tag:
No comments: