প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » ফরিদপুরে ঔষধের দোকানে ভোক্তা অধিদপ্তরের অভিযান

ফরিদপুরে ঔষধের দোকানে ভোক্তা অধিদপ্তরের অভিযান

জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর

সেলাইনের দাম বৃদ্ধির কারসাজি রোধে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঔষুধের দোকানে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর টা পর্যন্তু এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় রোগীদের কাছ থেকে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে দাম বেশি নেওয়ার অভিযোগে ফাতেমা ড্রাগ হাউজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এছাড়াও ওই প্রতিষ্ঠানকে সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়।

এদিকে অভিযানের খবরে মেডিকেল কলেজের সামের ঔষুধের দোকানিরা সেলাইনের গায়ে নির্ধারিত মূল্যে বিক্রয়শুরু করে

অভিযানের নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক মো: সোহেল শেখ। তিনি বলেন, অধিদপ্তরের নির্দেশে আমরা জেলা প্রশাসনের সহযোগিতায় মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করি। এসময় একটি প্রতিষ্ঠানকে অতিরিক্ত মূল্যে সেলাইন বিক্রয়ের অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা ও সাময়িক বন্ধ করে দিয়েছি।

ফরিদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় ফরিদপুরে নতুন করে আরো ২২১ জন রোগী ডেঙ্গু রোগ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে জেলায় ৬৯১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। পযন্ত রোগে চিকিৎসাধীন অবস্থায় প্রাণহানি হয়েছে ২৫ ব্যক্তির।

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply