প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » ফরিদপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন

ফরিদপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন

জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর

"সেবা উন্নতির দক্ষ রুপকার উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুর সদর উপজেলা পরিষদ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা, ্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এছাড়া ৯০ টি বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা চত্বর থেকে একটি ্যালী উপজেলা পরিষদের সামনের প্রধান সড়ক প্রদক্ষিন করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে বেলুন ফেস্টুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার।

উপলক্ষে ১৭ই সেপ্টেম্বর রবিবার বিকেল সাড়ে টায় সদর উপজেলার মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন।



অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সদর উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাগচী।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাশারুল আলম বাদশা মিয়া, কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ইউনিয়ন পরিষদের ,, নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য প্যানেল চেয়ারম্যান মোছা: সোমা ইসলাম, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য মো: মাসুদ রানা।

আলোচনা সভা অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) (সদ্য পদোন্নতিপ্রাপ্ত সহকারী সচিব) মো: জিয়াউর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম জলিল, সদর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষক   শিক্ষার্থীবৃন্দ। মেলায় সকল ইউনিয়নের কর্মকান্ডের প্রচারকার্যের মোট ১২টি স্টল রয়েছে। আলোচনা সভা শেষে সদর উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়াতে দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশে প্রতিটি জেলা উপজেলাতেই স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি হিসেবে বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা কর্মচারী নিযুক্ত রয়েছে। দেশের সার্বিক উন্নয়নে ইউনিয়ন পরিষদের গুরুত্বপুর্ন ভুমিকা রয়েছে। দিবসটি পালনের মাধ্যমে স্থানীয় সরকার সাধারণ জনগণের মেলবন্ধন আরো দৃঢ় হবে। সেবা প্রাপ্তি হবে সহজ ঝামেলামুক্ত। স্থানীয় সরকার অধিকতর দক্ষতার সাথে নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন প্রভৃতি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিবে। জনগণের সাথে আপনাদেরে আচরণ ভবিষ্যতে অনেক কিছুই নির্ভর করে। আপনি যে দলেরই হন না কেন প্রতিনিধি আপনি সকলের।

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply