প্রধান সংবাদ

Theme images by kelvinjay. Powered by Blogger.

ভাঙ্গার আন্দোলনে আহত দুই সাংবাদিককে আর্থিক সহযোগীতা করলেন মিজানুর রহমান মোল্লা

ভাঙ্গার আন্দোলনে আহত দুই সাংবাদিককে আর্থিক সহযোগীতা করলেন মিজানুর রহমান মোল্লা ডেস্ক রিপোর্ট ফরিদপুর ৪ আসনের ভাঙ্গা উপজেলার ...

প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ সফল করতে শ্রমিক লীগের ‌বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ সফল করতে শ্রমিক লীগেরবিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য কন্যা প্রধানমন্ত্রী  শেখ হাসিনা আগামী ১০ অক্টোবর ভাঙ্গার কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে সমাবেশ যোগ দিবেন। সেই সমাবেশকে সফল করার উদ্দেশ্যেফরিদপুর জেলা জাতীয় শ্রমিক লীগের আয়োজনে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

অক্টোবর মঙ্গলবার বিকেলে ফরিদপুর শহরের আলিপুরের হাসিবুল হাসান লাভলু সড়কে জাতীয় শ্রমিক লীগ কার্যালয়ে সংগঠনের সভাপতি গোলাম মোঃ নাছিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমান আলী মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন  জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতিমুজিবুর রহমান, হাসিবুল আমিন সিদ্দিকী লিপন, বিল্লাল হোসেন, জুবায়ের জাকির, কোতোয়ালি থানা শ্রমিক লীগেরসদস্য সচিব মিঠু মিয়া, শহর শ্রমিক লীগের আহ্বায়ক মোবারক খলিফা সদস্য সচিব মাহফুজুর রহমান প্রমূখ। সভায় পৌর এলাকার সকল ওয়ার্ড বিভিন্ন ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

 

গোলাম মোঃ নাছির তার বক্তব্যে বলেন, আমরা ন্যায্য দাবী আদায়ের লক্ষে সবসময় কাজ করি। জননেত্রী শেখ হাসিনার হাতকে এবং জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফের হাতকে শক্তিশালী করার জন্য আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি।

তিনি বলেন, আজ বিএনপি একটি রোডমার্চ করেছে। সেখানে তারা ভাটার শ্রমিকদের নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে। কেন্দ্রীয় কোন নির্দেশ না থাকায় আমরা তাদের কাজে বাধা দিইনি। এটা তাদের গণতান্ত্রিক অধিকার।  তাছাড়া আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা সবাইকে বলেছেন আপনারা নির্বাচনে আসুন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা নির্বাচিত হবে তারা ক্ষমতায় যাবে। কিন্তু তারা জ্বালাও পোড়াও করছে। আন্দোলনের নামে এই জামাত, শিবির,  বিএনপি ৯৮ জন শ্রমিককে পুড়িয়ে হত্যা করেছে। এগুলো ভুলে গেলে চলবে না। শেখ হাসিনার সরকার প্রতিবছর প্রায় ৬৭ হাজার কোটি টাকা বিভিন্ন ভাতা দিচ্ছে। এই সরকারের সাথে আমরা যেন মুনাফেকি না করি। তাই সকলকে এক হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। একই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply