প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » অভিনব কৌশলে মাদক পরিবহন, ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অভিনব কৌশলে মাদক পরিবহন, ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর

অভিনব কৌশলে স্কুটির টায়ার সিট কভারে মাদক পরিবহন কালে ৯৭ বোতল ফেন্সিডিল ২২ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে ফরিদপুরের মধুখালি ঢাকার কেরানীগঞ্জ থেকে আটক করেছে র‌্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত স্কুটিটিও জব্দ করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়,চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধেস্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র‌্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় গত ০২ অক্টোবর সোমবার দুপুরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার মধুখালি এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ,৯৪,০০০/- (এক লক্ষ চুরানব্বই হাজার) টাকা মূল্যের ৯৭ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ নাজিবুল হোসেন নাজমুল (৫২) বলে জানা যায়। তার বাড়ি ঝিনাইদহ জেলার ঝিনাইদহ সদরের ৫ নং ওয়ার্ড গনি মাস্তান রোডের বেপারী পাড়ায়। তার পিতার নাম আবুল বাশার। এসময় তার নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি স্কুটি জব্দ এবং ০৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এছাড়া অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা মূল্যের ২২ বোতল বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রাসেল (৩১) বলে জানা যায়। তার বাড়ি বরিশাল জেলার মুলাদী থানার বাটামারা গ্রামে।তিনি ওই গ্রামের মোঃ আবুল হোসেন হাওলাদার এর পুত্র।

র‌্যাব-১০, সিসিসি-৩ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল বিদেশী মদসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার কেরাণীগঞ্জ ফরিদপুরের মধুখালিসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

  

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply