শেখ হাসিনা ছাড়া বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মত আর কেউ নেই-কাজী জাফর উল্লাহ
শেখ
হাসিনা ছাড়া বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মত আর কেউ
নেই-কাজী জাফর উল্লাহ
জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর
আওয়ামী
লীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফর উল্লাহ বলেছেন, শেখ হাসিনা ছাড়া বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মত রাষ্ট্রনায়ক আর
কেউ বাংলাদেশে নেই। শুধু বাংলাদেশ নয় গোটা এশিয়াতেও
শেখ হাসিনার মত একজন রাষ্ট্রনায়ক
নেই। এজন্য আগামী নির্বাচনে শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মত প্রধানমন্ত্রী করতে
হবে। যদি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতে না পারে দেশ
আবারও অন্ধকারে তলিয়ে যাবে।
আগামী
১০ অক্টোবর ভাঙ্গা কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ সফল করার উদ্যেশ্যে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত এক বিশেষ বর্ধিত
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান কালে তিনি এসব কথা বলেন।
তিনি
বলেন, চারিদিকে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। রাতের আধারে ষড়যন্ত্র হচ্ছে। কোথায়, কারা
কি ষড়যন্ত্র করছে আমরা তা জানি। আমাদের
সতর্ক থাকতে হবে। স্বাধীনতা বিরোধীদের কোন ষড়যন্ত্র যেন সফল হতে না পারে। স্বাধীনতা
বিরোধীরা চায় না দেশ উন্নয়নশীল
দেশে পরিনত হোক। এজন্য তারা সকল প্রকার চেষ্টা তদবীর চালাচ্ছে। তারা চায় না দেশ সুস্থ
ও সুন্দর ভাবে পরিচালিত হোক।তারা চায় না দেশের সাধারণ
মানুষ যেন দু-বেলা পেট
পুরে খেতে পায়। জননেত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের চাহিদা পুরানের জন্য নিরলস কাজ করছেন। সাধারন মানুষের খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান নিশ্চিত করতে দিন রাত কাজ করেন। সুতরাং যেকোন মুল্যে শেখ হাসিনাকে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী বানাতে হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার আব্দুর রহমান, ফরিদপুর ২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর চৌধুরী লাবু।
এছাড়াও
পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের
যুগ্ম সম্পাদক অমিতাভ বোস, কোতয়ালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী এবং সকল উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন। সভায় জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী
সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১০ অক্টোবর পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে ভাঙা রেলপথ উদ্বোধন শেষে ফরিদপুরের ভাঙ্গায় কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের আয়োজনে এক সমাবেশে যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Tag:
No comments: