প্রধান সংবাদ

Theme images by kelvinjay. Powered by Blogger.

ভাঙ্গার আন্দোলনে আহত দুই সাংবাদিককে আর্থিক সহযোগীতা করলেন মিজানুর রহমান মোল্লা

ভাঙ্গার আন্দোলনে আহত দুই সাংবাদিককে আর্থিক সহযোগীতা করলেন মিজানুর রহমান মোল্লা ডেস্ক রিপোর্ট ফরিদপুর ৪ আসনের ভাঙ্গা উপজেলার ...

প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » জাল স্ট্যাম্প ও জাল টাকার ব্যবসায় কোটিপোতি সাজ্জাদ

জাল স্ট্যাম্প জাল টাকার ব্যবসায় কোটিপোতি সাজ্জাদ

বিশেষ প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের কৃষক সোহরাব খালাসীর পুত্র সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে জাল স্ট্যাম্প জাল টাকা তৈরী করে ব্যবসা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ফরিদপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক বরাবর এলাকাবাসী অভিযোগ দিয়েছেন।

অভিযোগ থেকে জানা যায়, সাজ্জাদ খালাসী দীর্ঘদিন যাবত ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা, সরকারী-বেসরকারী, ব্যাংক -বীমা প্রতিষ্ঠানে স্ট্যাম্প সাপ্লাইয়ের ব্যবসার অনুকূলে জাল স্ট্যাম্প জাল টাকা তৈরি করে ব্যবসা করছেন।

কিছুদিন পূর্বেও সে এবং তার বাবা অন্যের জমিতে হালচাষ করত এবং বদলা দিত হঠাৎ করে শতকোটি টাকার মালিক বনে যান। তৈরী করেছেন বিলাশবহুল অট্টালিকা।

সাধারণ কৃষি পরিবারের সন্তান হয়ে এত বড় বিলাশবহুল বাড়ী, গাড়ি নিয়ে এলাকায় আসা যাওয়া, ছুটির দিনে তার বাড়িতে বিভিন্ন পর্যায়ের লোকজনের আনাগোনায় আমরা এলাকাবাসী নিশ্চিত, এই সাজ্জাদ এসব অবৈধ কাজের সাথে লিপ্ত। 

সরকার পরিবর্তনের পুর্বে তিনি এলাকার জনগণকে বলতেন প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা তাকে সার্বক্ষণিক দেখভাল করেন এবং ফরিদপুর এর এমপি নিক্সন চৌধুরীর সাথে তার সার্বক্ষণিক যোগাযোগ আছে। এদেশে দুদক কেন প্রশাসনের কোন লোকই তাকে কিছু করার ক্ষমতা রাখে না। প্রকাশ্যে তিনি এইসব কথা বলে বেড়াতেন

আগস্ট ২০২৪ সরকার পতনের পরে ঢাকা তার নিজ গ্রাম ছেড়ে ফরিদপুরে আত্মগোপনে আছে বলে আমরা জানি। বর্তমানে এই সাজ্জাদ খালাসী তার বাহিনী নিয়ে ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ভাঙ্গাসহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় জাল স্ট্যাপ জাল টাকার সাপ্লাই দিয়ে যাচ্ছে।

বিষয়ে সাজ্জাদের মুঠোফোন(017-5-69--08) নম্বরে যোগাযোগ করা হলে তিনি জানান, এর আগেও দুদক আমার পিছনে লাগছিলো, কিছুই করতে পারে নাই। আপনারা যা পারেন করেন, যা ইচ্ছা হয় লিখেন।

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply