প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » ০৯ কেজি গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

০৯ কেজি গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর

ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকা হতে যাত্রীবাহী বাসে করে মাদক বহনকালে ০৯ কেজি গাঁজা বিদেশী মদসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

এক প্র্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ৩০ সেপ্টেম্বর শনিবার বিকেলে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা টোল প্লাজা এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

 

উক্ত অভিযানে ট্রাভেল ব্যাগে করে ঢাকাগামী যাত্রীবাহী বাসযোগে গাঁজা বিদেশী মদ পরিবহনকালে আনুমানিক ,৭১,২০০/- (দুই লক্ষ একাত্তর হাজার দুইশত) টাকা মূল্য মানের ০৯ (নয়) কেজি গাঁজা ০১ বোতল বিদেশী মদসহ গোলাম রসুল (২৩) নামে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি খুলনা জেলার রুপসা থানাধীন পূর্ব বাগমারা গ্রামের মৃত মহসিন শেখ এর ছেলে।

র‌্যাব-১০ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে সে স্বীকার করেছে। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা ও বিদেশী মদসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ট্রাভেল ব্যাগে করে যাত্রীবাহী বাসযোগে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply