শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা
শেখ
হাসিনার জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা
জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর
বাংলাদেশের
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের
সভাপতি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ কন্যা শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন
উপলক্ষে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯
সেপ্টেম্বর বেলা ১১.৩০ টায়
আলীপুর হাসিবুল হাসান লাভলু সড়কে শেখ রাসেল কমপ্লেক্স এ জেলা আওয়ামীলীগ
কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শামীম হক এর সভাপতিত্বে
অনুষ্ঠিত এ আলোচনা সভায়
বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, যুগ্ম সম্পাদক ঝর্ণা হাসান, জেলা মহিলামীগের সভাপতি মাহমুদা আক্তার, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক সাঈদুদ্দিন আহমেদ সাঈদ, যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন বাপ্পী, কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা
চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা,
জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ প্রদীপ কুমার দাস লক্ষণ, জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি গোলাম মোঃ নাসির, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহুরুল ইসলাম জনি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক
নিয়াজ জামান সজিব।
শামীম
হক তার বক্তব্যে বলেন, পঁচাত্তরের ১৫ আগস্টে সপরিবারে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর বাঙালি জাতি
যে চরম স্থবিরতায় নিমজ্জিত হয়েছিল, তা থেকে মুক্তি
দিয়েছিলেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার
সাহস, দেশপ্রেম ও জনগণের ওপর
অবিচল আস্থার কথা আলোচনা করেন তার তথ্যবহুল বক্তব্যে।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখনই ষড়যন্ত্র করে চলমান উন্নয়ন থামিয়ে দিতে উঠে পড়ে লেগেছে ষড়যন্ত্রকারীরা। শেখ হাসিনার হাতে এই দেশ নিরাপদ উল্লেখ করে তিনি আবারও নৌকাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানিয়ে বর্তমান সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন।
Tag:
No comments: