ফরিদপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা, স্বর্ণালংকার লুট
ফরিদপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা, স্বর্ণালংকার লুট
জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর
ফরিদপুর
সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামের কুয়েত প্রবাসী চাঁন মিয়ার বাড়িতে ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
কুয়েত
প্রবাসী চাঁন মিয়ার স্ত্রী লাইলী আক্তার জানান, বুধবার দিনগত রাত ৩.৩০টার দিকে
রান্নাঘরের জানালার গ্রিল কেটে একটি সশস্ত্র ডাকাত দল ঘরে ঢুকে
আমাকে ঘুম থেকে ডেকে তুলে, তাদের দেখে চিৎকার করলে আমাকে মারধোর করে এবং বলে কোথায় টাকা রাখছিস বল, না হলে তোর
বাচ্চাদের কোপাবো। বাসায় আমি আর আমার শাশুড়ি
বাচ্চাদের নিয়ে থাকি। ভয়ে তাদের একটি ড্রেসিং টেবিলের তালা খুলে দিই আর বাকিগুলো খুলে
দিতে রাজি না হওয়ায় আমাকে
তাদের হাতে থাকা অস্ত্রের গোড়া দিয়ে আঘাত করে। পরে তারা অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে। তারা ৭.৫০ ভরি
স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা,
দুটি মোবাইল, একটি ৪৮ ইঞ্চি টিভি
ও সিসি টিভির হার্ডডিস্ক খুলে নিয়ে যায় আর বলে যায়
মামলা করলে তোর বাচ্চাদের মেরে ফেলবো। যাওয়ার সময় সবার হাত-মুখ বেধে রেখে যায়।
ডাকাতরা
চলে যাওয়ার পর আমি আমার
ভাসুর ও অন্যান্যদের খবর
দিলে তারা আসে। পুলিশকে জানালে সকালে পুলিশও আসে। পুলিশ এসে সব তথ্য নিয়ে
গেছে। বলেছে ডাকাতদের গ্রেফতার না করা পর্যন্ত
আমাদের অভিযান চলবে।
এ বিষয়ে লাইলী আক্তারের ভাসুরের ছেলে শরিফ ব্যপারী জানান, রাত ৪টা ৩৬ মিনিট এর সময় আমার ফোনে একটা ফোন আসে, রিসিভ করার পর আমার চাচী জানান বাসায় ডাকাতি হয়েছে, পরে বের হয়ে রাস্তায় এসে দেখি হাপ প্যান্ট পরা ১০/১১ জন লোক, হাতে একটা ব্যাগ নিয়ে চলে যাচ্ছে, তবে অন্ধকারে ভালো বোঝা যাইতেছিলো না, পরে ব্যাগটা সামনে ফেলায় রেখে গেলে, আমি ব্যাগটা উঠায় নিয়ে আসি, পরে পুলিশরে তা বুঝায় দিছি, আমার কাছে মনে হইছে ওরা একটা হাই এস গাড়ী নিয়ে আসছিলো, এটা আমি সিওর।
এ বিষয়ে অতিরিক্ত
পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সালাউদ্দিন জানান, ঘটনা জানার পর আমাদের উর্ধ্বতন সকল
কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলা প্রক্রিয়াধীন। আমাদের তদন্ত শুরু হয়েছে।
তথ্য প্রযুক্তি ব্যবহার করে ডাকাতদল গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চলছে।
Tag:
No comments: