ফরিদপুরে তুলাগ্রাম কোরবানিয়া দরবার শরীফে জশনে জুলুশ অনুষ্ঠিত
ফরিদপুরে তুলাগ্রাম কোরবানিয়া দরবার শরীফে জশনে জুলুশ অনুষ্ঠিত
জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর
প্রতি
বছরের মতো এবারও ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের
তুলাগ্রাম কোরবানিয়া চিশতীয়া দরবার শরীফের উদ্যোগে পবিত্র ঈদে
মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুশ বের করা হয়েছে।
২৮ সেপ্টেম্বর
(১২ রবিউল আউয়াল) সকাল
১০ টায় দরবার শরীফ
থেকে জশনে জুলুশ (ধর্মীয় শোভাযাত্রা) শুরু হয়। র্যালীটি মুন্সিবাজার, মামুদপুর, বঙ্গবন্ধু শেখ
মুজিব মেডিকেল হাসপাতাল, পুরাতন বাসস্ট্যান্ড, নতুন বাসস্ট্যান্ড, উপজেলা পরিষদ, বদরপুর,
কবিরপুর হয়ে দরবার শরীফে এসে শেষ হয়।
জশনে জুলুসের নেতৃত্ব দিয়েছেন তুলাগ্রাম কোরবানিয়া চিশতীয়া দরবার শরীফের বর্তমান পীর সাহেব শাহ সুফি আল্হাজ্ব চিশতী কোরবান আলী। র্যালীতে অংশগ্রহণকারীরা নারায়ে তকবির, নারায়ে রেসালত স্লোগানে স্লোগানে যাত্রাপথ মুখরিত করে তোলে।
জুলুশ শেষে
দরবার শরীফে পীর সাহেব শাহ সুফি আল্হাজ্ব চিশতী কোরবান আলীর সভাপতিত্বে আলোচনা সভা
অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন পীরজাদা সাঈদ, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আমিন উদ্দিন
মাসুদ প্রমুখ। আলোচনা শেষে দোয়া, দুরুদ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দরবার শরীফের বর্তমান
পীর সাহেব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া করেন।
Tag:
No comments: