ফরিদপুরে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচার ও দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত
ফরিদপুরে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচার ও দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত
জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর
প্রধানমন্ত্রী
শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকারের ১৫ বছরের উন্নয়ন
প্রচার ও দ্বাদশ জাতীয়
সংসদ নির্বাচন উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১২
নং ওয়ার্ড কাউন্সিলের উদ্যোগে এবং ১২ নং ওয়ার্ড
কাউন্সিলর ও জেলা জাতীয়
শ্রমিক লীগের সভাপতি গোলাম মোঃ নাছিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সুধী সমাবেশে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।
সভায় প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ এবং বিশেষ বক্তা ছিলেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অমিতাভ বোস।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ঝর্ণা হাসান, দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার, প্রচার সম্পাদক নিয়াজ জামান সজীব, মানবসম্পদ বিষয়ক সম্পাদক খাইরুদ্দিন মিরাজ এবং কোতয়ালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী,
এছাড়াও
জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাইফুজ্জামান
চৌধুরী জুয়েল, মাসুদুল হক, সাংগঠনিক
সম্পাদক এ্যাডঃ জাহিদ ব্যাপারী, আবু নাঈম, উপ প্রচার সম্পাদক
আলী আজগর মানিক, জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইমান আলী মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এক সময় গ্রামে বিদ্যুৎ ছিল না। এখন ঘরে ঘরে ফ্যান চলে, ফ্রিজ চলে। গ্রামের রাস্তা পাকা। এসব শেখ হাসিনার অবদান। দক্ষিণ বঙ্গ থেকে ঢাকায় যেতে প্রচুর সময় লাগতো এবং দুর্ভোগ পোহাতে হতো এখন আর দুর্ভোগ পোহাতে হয় না। শেখ হাসিনার আন্তরিক চেষ্টায় পদ্মাসেতু হয়েছে আর দক্ষিণ বঙ্গের মানুষের কষ্টের দিন দুর হয়েছে। বয়স্ক ভাতা, বীরমুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতা পাচ্ছে জনগণ শেখ হাসিনার জন্য। আজ বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাড়িয়েছে শুধুমাত্র শেখ হাসিনার জন্য।
বঙ্গবন্ধুর
অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের জন্য আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার উদাত্ত আহ্বান জানান তিনি।
বৃষ্টি
উপেক্ষা করে সুধী সমাবেশে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ছাড়াও বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত হন।
Tag:
No comments: