প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » ফরিদপুরে স্থানীয় সরকার দিবস পালন

ফরিদপুরে স্থানীয় সরকার দিবস পালন

জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর

সেবা উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার শ্লোগানে সারাদেশের ন্যায় ১ম বারের মত ফরিদপুরেও জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করা হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি ্যালী শহর প্রদক্ষিণ করে কবি জসিমউদ্দিন হলে গিয়ে শেষ হয়। 

পরে সেখানে জেলা প্রশাসন কর্তৃক বাস্তবায়িত এবং জেলা পরিষদ ফরিদপুর পৌরসভার আয়োজনে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ ইয়াসিন কবিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ মোঃ আব্দুল্লাহ বিন কালাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, এলজিইডির নির্বাহী প্রকৌশলী শহীদুজ্জামান খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুমন রায়। এছাড়া আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য শেখ আকতার, অধ্যাপিকা আঞ্জুমান আরা বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌর কাউন্সিলার মোঃ মতিউর রহমান শামিম।

আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে মূলত দিবসটি পালন করা। নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে। আমাদের সবচেয়ে বড় সম্পদ দেশের জনগণ। সরকারের উন্নয়ন কার্যক্রমে জনগণকে আরো সম্পৃক্ত করতে হবে। তাদের দাবি-সমস্যার কথা শুনতে হবে। আমরা এমন একজন শাসক চাই যিনি আমাদের কথা শুনবেন এবং সে অনুযায়ী পদক্ষেপ নিবেন। আমাদের উপর শোষণ, নির্যাতন করবে ধরনের শাসক আমাদের প্রয়োজন নেই। ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকারকে স্মার্ট সেবামুখী করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণে করতে আমরা সক্ষম হব।

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply