নিজ হাতে পোস্টার, ব্যনার, ফেস্টুন অপসারন করলেন মাওলানা মিজানুর রহমান মোল্লা
নিজ হাতে পোস্টার, ব্যনার, ফেস্টুন অপসারন করলেন মাওলানা মিজানুর রহমান মোল্লা
ডেস্ক রিপোর্ট
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে নিজের নির্বাচনী, তোরণ, ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণ শুরু করেছেন ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতিকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোঃ মিজানুর রহমান মোল্লা।
১৩ ডিসেম্বর (শনিবার) দুপুরে সদরপুর উপজেলা পরিষদ এলাকায় তিনি এ কার্যক্রম শুরু করেন।
এসময় উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, সভাপতি মাওলানা সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি মামুনুর রশিদ, ভাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ, ভাঙ্গা পৌর শাখার সভাপতি ক্বারী নুর মোঃ বাচ্চু মোল্লা, সাধারণ সম্পাদক হাফেজ মাহমুদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
এ সময় মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। নির্বাচন কমিশনের প্রতি যথাযথ সম্মান রেখে তাদের নির্দেশনা মানতেই আমি আমার নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যবহৃত পোস্টার, ব্যানার ও ফেস্টুন নিজ হাতে অপসারণ করে এ কার্যক্রম শুরু করেছি এবং নেতাকর্মীদের এসব সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছি। ইতোমধ্যেই বিভিন্ন স্থানে এ কাজ চলমান রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই এগুলো অপসারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। পরিবেশ দূষণ ঠেকাতে এবং জনগণের সামনে একটি ইতিবাচক উদাহরণ স্থাপন করতে আমি সেগুলো অপসারণ করেছি।
এ সময় তিনি প্রশাসনের নিকট সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে জনগণের ভোটাধিকার প্রয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
Tag:




No comments: