ফরিদপুর ৪ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মুজাহিদ বেগ এর উঠান বৈঠক অনুষ্ঠিত
ফরিদপুর ৪ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মুজাহিদ বেগ এর উঠান বৈঠক অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট
ফরিদপুর ৪ নির্বাচনী আসনে (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি মুজাহিদ বেগ। ১৬ নভেম্বর রোববার তিনি ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের কালামৃধা বাজার নিলখী রোড আলী আকবর মোড়ে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।
স্থানীয় যুবকদের আয়োজনে রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত এ উঠান বৈঠকে বক্তব্য রাখেন সরোয়ার মোড়ল, কোহেল হাওলাদার ও আহাদ হাওলাদার। এ ছাড়াও মানিকদহ ইউনিয়নের ব্যবসায়ী মুক্তার মাতুব্বর, আব্দুল কুদ্দুস মেম্বার, টিটু মুন্সী, মাহফুজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মুজাহিদ বেগ তার বক্তব্যে বলেন, আমি তিন থানা মিলে নির্বাচন করতেছি। আমি চুরি পড়ে নির্বাচন করতে আসিনাই। এখানে আমার উঠান বৈঠক নিয়ে কি ঘটেছে তা সবই আমি জানি। আমার মন চায় এমন একটি রাষ্ট্র আমরা গঠন করি যেখানে প্রত্যেকটা মানুষ ঘরের দরজা খুলে ঘুমাবে, মানুষ টাকার বস্তা নিয়ে রাস্তা দিয়ে হেটে যাবে, কিন্তু চোরের ভয় থাকবে না, ডাকাতি হবে না। নারীরা গভীর রাতে রাস্তা দিয়ে হেটে যাবে তবুও কেউ কোন বিপদে পড়বে না, নারীদের দিকে কেউ কুদৃষ্টি দিবে না। আমি ওইরকম ফরিদপুর ৪ কে গড়তে চাই যা হবে সবথেকে নিরাপদ।
তিনি বলেন, আমি নির্বাচনে এসেছি প্রত্যেকটি মানুষের হৃদয় জয় করার জন্য। প্রতিহিংসার রাজনীতি আমি করি না। আমি কারও উঠান বৈঠকে বাঁধা দিতে আসিনাই, কাউকে হুমকি, ধমকি বা গায়েবী মামলা দিতে আসিনাই। ফেব্রুয়ারিতে নির্বাচনে জিতে মার্চ থেকে আমার প্রথম কাজ হবে যতগুলো গায়েবী মামলা হয়েছে তা থেকে নিরীহ মানুষ সে যে দলেরই হোক তাদের পক্ষে কাজ করা। কারণ ফরিদপুর ৪ হবে সবার জন্য সাম্যের জায়গা, ভ্রাতৃত্যের জায়গা, ইনসাফের জায়গা। মার্চের পর থেকে ফরিদপুর ৪ এ বে ইনসাফের জায়গা হবে না।
তিনি আরও বলেন, আমি প্রতিটি এলাকায় পরিচিত হতে চাই মানুষের জন্য কল্যাণকর কাজ দিয়ে, দ্বীনের দাওয়াত দিয়ে। প্রতিটি এলাকায় আমি কল্যাণমুখী কাজ নিয়ে গিয়েছি। আমি আপনাদের গোলাম হয়ে থাকতে চাই, চাকর হয়ে থাকতে চাই। আপনারা আমাকে আপনাদের এলাকার সন্তান হিসেবে সংসদের পাঠান। ফরিদপুর ৪ এ এই কালামৃধা ইউনিয়ন একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে উঠবে।
Tag:





No comments: