প্রধান সংবাদ

Theme images by kelvinjay. Powered by Blogger.

ফরিদপুরের ভাঙ্গায় বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

ফরিদপুরের ভাঙ্গায় বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ ডেস্ক নিউজ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিনামূল্যে কৃষকদের মাঝে বারি গম ৩৩ বীজ ও রাসায...

প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » ভাঙ্গায় নকশায় কারসাজি করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, ভাঙার নির্দেশ পৌর প্রশাসনের

ভাঙ্গায় নকশায় কারসাজি করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, ভাঙার নির্দেশ পৌর প্রশাসনের

ভাঙ্গা প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় পৌরসভার নকশা কারসাজি করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অনুমোদন বহির্ভূত ভবনের অংশ ভাঙার নির্দেশ দিয়েছেন পৌর প্রশাসন। ২৩ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে হোগলাডাংগী সদরদী গ্রামের মোঃ আমিনুল ইসলাম খালাসী ওরফে আদমকে চিঠি দেওয়া হয়েছে এবং তাকে ১৫ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। পৌর কতৃপক্ষের আদেশ অমান্য করলে ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বলে জানিয়েছে পৌর কতৃপক্ষ। 

ঐ ভবনের মালিক আমিনুল ইসলাম আদমের বাড়ি ভাঙ্গা পৌরসভার ০৮নং ওয়ার্ড  হোগলাডাঙ্গী সদরদী গ্রামের আলেপ খালাসীর পুত্র। 

পৌরসভার চিঠি সুত্রে জানা যায়, ২০১২ সালের ১৯ জানুয়ারি ভাঙ্গা পৌরসভা প্রকৌঃ ২০১২/৩৪৪ স্মারক মূলে আমিনুল ইসলামকে পাঁচতলা ভবন নির্মাণের অনুমোদন দেয় পৌরসভা। কিন্তু বিল্ডিং এর মালিক আমিনুল ইসলাম ওরফে আদম নকশায় কারসাজি করে পাঁচতলার উপর অবৈধভাবে আরও একতলা ভবন নির্মাণ করেন। যাহা ইমারত নির্মান আইন বহির্ভূত। অভিযোগ পেয়ে পৌর কতৃপক্ষ ১৫ দিনের মধ্যে অবৈধ অংশ টি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে ভবন মালিককে।

এ বিষয়ে অভিযোগকারী পার্শ্ববর্তী ভবনের মালিক আব্দুল মান্নান বলেন, ভবনের মালিক আমিনুল ইসলাম ওরফে আদম পৌরসভার নিয়ম বহির্ভূত ভাবে নকশা পরিবর্তন করে ৫ তলার স্থলে ৬তলা ভবন নির্মাণ করেছেন। এতে ভবনটি ঝুঁকিতে পড়েছে। আর এ কারণে তার ভবনের পাশে আমার ভবনটি ও ঝুঁকিতে পড়েছে। আদমের ছয়তলা ভবনটি যেমন ঝুঁকিপূর্ণ ঠিক তেমনি আমার ভবনটিও ঝুকিঁতে পড়েছে। তাই অবৈধ ৬ তলার অংশটুকু ভেঙে ফেলার জন্য পৌর কতৃপক্ষের নিকট আবেদন করেছি।

এ বিষয়ে ভবনের মালিক আমিনুল ইসলাম  খালাসী ওরফে আদম বলেন, আমি বিষয়টি না বুঝে পাঁচতলার পরিবর্তে ছয় তলা ভবন নির্মাণ করেছি। আমি অতিরিক্ত ৬ তলার অংশটি ভেঙে ফেলবো। 

এ ব্যাপারে পৌরসভার সার্ভেয়ার মোঃ রাকিব জানান, আমিনুল ইসলাম ওরফে আদম,  পৌরসভার নকশা ৫তলা অনুমোদন নিয়ে তিনি নকশা পরিবর্তন করে নিয়ম বহিভুত ভাবে ৬ তলা নির্মাণ করেছে।অবৈধভাবে নির্মানকৃত অংশটুকু ভেঙে ফেলার জন্য আমরা ১৫দিন সময় দিয়েছি। ১৫দিনের মধ্যে অবৈধ অংশটুকু না ভাঙলে এবং পৌরসভার আইন অমান্য করিলে তার বিরুদ্ধে আইনগত ভাবে ব্যবস্থা নেওয়া হবে। 


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply