ফরিদপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন
ফরিদপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন
জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর
"স্মার্ট
বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতা" এই স্লোগানকে সামনে
রেখে ফরিদপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উদ্যোক্তাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
২
অক্টোবর সকাল ১০.৩০ টায়
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় অতিরিক্ত
জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াছিন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার।
এসময়
জেলার বিভিন্ন উদ্যোক্তারা তাদের উৎপাদিত পন্যের বাজার ও তার বিস্তার
নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করেন
।
সভায়
বক্তব্য রাখেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক
সোহেল শেখ, বিসিকের ডিজিএম হ র ম
রফিকউল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো
রফিকুল ইসলাম, জেলা বাজার কর্মকর্তা শাহাদাৎ হোসেন প্রমুখ।
প্রধান
অতিথি বলেন, শিল্পের উন্নয়ন, দক্ষ জনবল তৈরি, গবেষণা ও সচেতনতা বাড়ানোর
মাধ্যমে উৎপাদনশীলতা বাড়াতে হবে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি দেশের সব বেসরকারি শিল্প
ও সেবা প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। অংশগ্রহণ করতে হবে উদ্যোক্তাদেরও। স্মার্ট, প্রযুক্তি-নির্ভর, আধুনিকতার মাধ্যমে জাতীয় পর্যায়ে অধিকহারে মানসম্পন্ন ও সহজলভ্য পণ্য
ও সেবা উৎপাদন সম্ভব। তাহলে আমাদের পরনির্ভরশীলতা কমবে এবং আমরা অর্থনৈতিক ভাবেও স্বাবলম্বী হতে পারবো। এ সময় উদ্যোক্তাদের
জন্য আলাদা মার্কেট নির্মানের পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক।
Tag:
No comments: