ফরিদপুরে তথ্য অধিকার দিবস পালন
ফরিদপুরে তথ্য অধিকার দিবস পালন
জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর
বর্ণাঢ্য
র্যালী ও আলোচনাসভার মধ্যে
দিয়ে ফরিদপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে ও সচেতন নাগরিক
কমিটির সহযোগিতায় তথ্য অধিকার দিবসের নানা অনুষ্ঠান পালিত হয়। এই উপলক্ষে সকাল
১০.৩০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তথ্য অধিকার বিষয়ে মানুষকে সচেতন করার লক্ষ্যে বর্ণাঢ্য র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এতে
অংশ নেয় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও বিভিন্ন স্কুল
কলেজে শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে তথ্য অধিকার দিবসের গুরুত্বের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘তথ্যের
অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব’এই প্রতিপাদ্যকে সামনে
রেখে ফরিদপুরের জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে এ সভায় বক্তব্য
রাখেন, সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাড শীপ্রা গোস্বামী, অতিরিক্ত জেলা প্রশাসক সাবিক ইয়াসিন কবির, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজাক মোল্লা, পৌরসভার প্যানেল মেয়র মতিউর রহমান শামিম প্রমুখ।
সভায়
বক্তারা বলেন, তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব অপরিসীম, ইন্টারনেট সারা বিশ্বকে সকলের হাতের মুঠোয় এনে দিয়েছে। আমরা এখন ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের খবর জানতে এবং দেখতে পারি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ডিজিটাল হওয়ার ফলে স্বাস্থ্য, শিক্ষা, ব্যাংকিং সেবা, জমি জমা সংক্রান্ত তথ্য ও সেবাসহ বিভিন্ন
তথ্য ও সেবা আমরা
খুব সহজেই নিতে পারি।
Tag:
No comments: