ফরিদপুরে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ফরিদপুরে
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর
ফরিদপুরে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন
পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
অনুষ্ঠিত হয়েছে।
২৯
সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০.৩০ টায়
জেলা জাতীয় মহিলা সংস্থার আয়োজনে জেলা শিশু একাডেমী অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার।
অতিরিক্ত
জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াসিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ
অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, যুগ্ম সম্পাদক ঝর্ণা হাসান, সদর উপজেলা চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা।
সভায়
আরও বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা আক্তার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ।
এছাড়াও
জেলা প্রশাসনের উর্ধ্বতন অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জাতীয় মহিলা
সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা সংস্থার জেলা কর্মকর্তা শাহানাজ পারভীন।
জেলা প্রশাসক বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি নিজের গুণে গুণান্বিত। বিশ্বের দশজন ক্ষমতাধর রাষ্ট্র নায়কের মধ্যে তিনি একজন। দেশের মানুষের জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মোৎসর্গ, নিরলস প্রচেষ্টায় দেশের চলমান উন্নয়ন ও তার দূরদর্শী নেতৃত্বে পরিকল্পনা মতো বাংলাদেশ তার গন্তব্যে ধীরে ধীরে পৌঁছে যাচ্ছে। দেশের অভাবনীয় উন্নয়নের জন্য বিশ্বনেতারাও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রশংসা করছেন।
তিনি বলেন, সম্মোহন, সাহস ও উদ্ভাবনী নেতৃত্বের এক অনন্য সম্মিলন ঘটেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেবল বঙ্গবন্ধুর রক্তের উত্তারিধকার নন, বঙ্গবন্ধুর রাজনীতি ও আদর্শের উত্তরাধিকার। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার মধ্যে সাদৃশ্যের সবচেয়ে বড়ো জায়গা হলো তারা দুজনেই জনগণকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তাদের রাজনীতির সকল শক্তির উৎস জনগণ।
Tag:
No comments: