প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » ফরিদপুরের বোয়ালমারীতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত

ফরিদপুরের বোয়ালমারীতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত


জিল্লুর রহমান রাসেল,ফরিদপুর

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পৃথক দুটি অবৈধ সীসা কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সময় দুটি কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

২৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার হাসামদিয়া সাতৈর বটতলা এলাকায় অবস্থিত ওই দুই সীসা কারখানায় অভিযান চালানো হয়।  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নেজারত ডেপুটি কালেক্টর মো. মুজিবুল ইসলাম। আদালতকে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদ খান জেলা পুলিশের একটি টিম।

একইদিন উপজেলাটিতে বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টেও মোবাইল কোর্ট পরিচালনা করে একই ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন অনিয়মের কারণে উপজেলার তিনটি হোটেল ও রেস্টুরেন্টকে পৃথকভাবে সাড়ে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়টি জানিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নেজারত ডেপুটি কালেক্টর মো. মুজিবুল ইসলাম বলেন, জেলার বোয়ালমারী উপজেলায় এক বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়৷ সময় ফসলি জমিতে ব্যাটারি ভেঙে সীসা তৈরি করায় দুইটি ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, একইদিন উপজেলাটির হোটেল এবং রেস্টুরেন্টেও পৃথক আরেকটি অভিযান চালানো হয়। অভিযানে দণ্ডবিধি ১৮৬০-এর বিভিন্ন ধারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ৬টি পৃথক মামলায় মোট১ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply