প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » জেলা কোর কমিটির সাথে সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগণের মতবিনিময়

জেলা কোর কমিটির সাথে সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগণের মতবিনিময়



জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর

ফরিদপুর জেলা কোর কমিটির সাথে সদর উপজেলার জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নের্তৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক সুশীল সমাজের প্রতিনিধিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালীর সভাপতিত্বে এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: জিয়াউর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার (পিএএ)

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ফরিদপুরের যুগ্ম পরিচালক মুজিবুর রহমান, ্যাব-১০ ফরিদপুরের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আক্তার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো: ইশতিয়াক আরিফ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি টেকনো মিডিয়া লি: এর পরিচালক . যশোদা জীবন দেবনাথ (সিআইপি)

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট অমিত দেবনাথ। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: সালাউদ্দিন, বাকিগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: বাশারুল আলম বাদশা।

প্রধান অতিথি বলেন, জেলা কোর কমিটি গঠিত হয়েছে বিশেষ কাজের জন্য, যেখানে অন্যান্যরা অপারগতা প্রকাশ করবে কোর কমিটি সেটা সমাধান করবে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোর কমিটি যে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। যদি কেউ তার মনে বিন্দু পরিমান চিন্তা করেন যে অন্যায় অপরাধ করে পার পেয়ে যাবেন তাহলে তা ভুলে যান, সন্ত্রাস, জঙ্গিবাদ, সহিংসতা প্রতিরোধে কাউকে ছাড় দেওয়া হবে না। সহিংসতা মোকাবিলা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা কোর কমিটি সদা প্রস্তুত। আপনারা আজ এখানে যারা উপস্থিত হয়েছেন তারা একেকেজন আমাদের সোর্স হয়ে কাজ করবেন। যে কোন পরিস্থিতিতে আমাদের অভিহিত করুন কমিটি উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ নেবে। আইনশৃঙ্খলা রক্ষার প্রয়োজনে কাউকেই সামান্য ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, ফরিদপুর সদর উপজেলাকে সব দিক দিয়ে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চেষ্টা অব্যাহত রয়েছে। আপনারা যদি সহযোগীতা করেন তাহলে কাজ আরও সহজ হবে। আপনাদের উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করবেন। সকলেই জানেন ঘুষ খাওয়াটা হারাম কিন্তু যারা তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন না করে বেতন নেন তা কি হারাম নয়? শিক্ষকরা যথাসময়ে ক্লাসে যান না, ঠিকমত পাঠদান করেন না এটাও অন্যায়। প্রত্যেককে যার যার স্থানে সতর্ক থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। আগামী দিনে এই ফরিদপুর জেলাকে মডেল জেলা হিসেবে পরিণত করতে সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আমরা বেঁচে থাকতে এমন কাজ করতে হবে যেন মৃত্যুর পর মানুষের মাঝে সুনাম বজায় থাকে। 

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply