মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ডেস্ক রিপোর্ট
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিশ ফরিদপুর জেলা শাখার সহ সভাপতি ও ফরিদপুর ৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় ভাঙ্গার আজিমনগর ইউনিয়নের পুলিয়া গ্রামে প্রার্থীর নিজ বাড়ীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে মিজানুর রহমান মোল্লা বলেন, কয়েকটি পত্রিকার অনলাইন মাধ্যমে একটি পোস্টারসহ নিউজ আমাদের নজরে এসেছে। যে পোস্টারটি বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৎকালীন এমপি নিক্সন চৌধুরীর কাছে আমাকে হেয় করতে ও তার সাথে আমার দ্বন্দ্ব তৈরী করতে একটি স্বার্থান্বেষী, কুচক্রী মহল তারা নিজেরা এই একটি মাত্র পোস্টার তৈরী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ওই নির্বাচনে আমি আমার জন্মস্থান সদরপুরের চর মানাইর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করি। ওই নির্বাচনে আমি যেন কোন ভাবেই বিজয়ী হতে না পারি সে লক্ষেই ওই কুচক্রী মহলটি এই কাজ করে। বরং আমি এলাকায় এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে কথা বলায় আমাকে তিনমাস এলাকায় ঢুকতে দেননি তিনি।
তিনি বলেন, বাংলাদেশ খেলাফত মজলিশে সক্রিয় রাজনীতি শুরু করার পর আমার দলের প্রধান আল্লামা মামুনুল হক আমাকে এই আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করার অনুমতি দিয়েছেন। সে লক্ষে আমি কাজ করে যাচ্ছি। কিছুদিন পুর্বে আমি সদরপুর ও চরভদ্রাসনে গাড়ি শোভাযাত্রা করি। এছাড়াও আগামী সোমবার ( ২১ জুলাই) ভাঙ্গায়ও একটি শোভাযাত্রা হবে। এসব খবরে স্বার্থানেষী কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে আমাকে স্বৈরাচারী পলাতক হাসিনার দোসর আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মনগড়া অপ-প্রচার চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে, আমি বা আমার পরিবার কখনোই আওয়ামী লীগের কোন পদে ছিলাম না এবং আগামীতেও কোন সম্ভাবনা নেই।https://www.profitableratecpm.com/pdi063hwz?key=0299aef94c4809d41c7b37ad6a5dbe45
তিনি আরো বলেন, যে বা যারা আমার বিরুদ্ধে নানাভাবে অপ-প্রচার চালিয়ে যাচ্ছেন তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা এ অপ-প্রচার বন্ধ করুন। হিংসা-প্রতিহিংসা কারো জন্য কল্যাণ বয়ে আনে না।
এ সময় ফরিদপুর জেলা খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবী, ভাঙ্গা উপজেলা খেলাফত মজলিশের উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা আবুল খায়ের সেলিম, সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ ও অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবী বলেন, মাওলানা মিজানুর রহমান মোল্লা একজন, সৎ, নিষ্ঠাবান ও দানবীর একজন মানুষ। আমার নেতা আল্লামা মামুনুল হক বেছে বেছে প্রার্থী দিয়েছেন। যারা হকের পথে চলে তারাই আমাদের সাথে থাকতে পারবেন। কে বা কাহারা কেন আমাদের প্রার্থীর বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছেন তা আমাদের বোধগম্য নয়। আমরা এসব অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা তাদের বিনয়ের সাথে অনুরোধ করবো আপনারা এসব অপপ্রচার থেকে বিরত থাকবেন। আমরা শান্তির পক্ষে। ইসলাম শান্তির ধর্ম। অযথা অশান্তি সৃষ্টি করবেন না।
Tag:
No comments: