ফরিদপুরে কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ
ফরিদপুরে
কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ
জিল্লুর রহমান রাসেল,ফরিদপুর
ফরিদপুর
সদর উপজেলায় ২০২৩-২৪ অর্থ বছরে
রবি মৌসুমে সরিষা, গম, ভুট্টা, মুসুর, মুগ, খেসারী, পেঁয়াজ ও চিনাবাদাম ফসলের
আবাদ ও উৎপাদন বৃদ্ধির
লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৮ হাজার ৮
শত প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
করা হয়েছে।
ফরিদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে,২৯ অক্টোবার রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মাল্টিপারপাস হল রুমে এ বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী।
ফরিদপুর
সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ বিন-ইয়ামিন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জহির রায়হান, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আকরামুল কবির, ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু।
অনুষ্ঠানটি
সঞ্চালনা করেন সদর উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আঃ রব বেপারী।
এসময় সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ ও কৃষক-কৃষাণী৭৬সমজ
উপস্থিত ছিলেন।
এসময় পাঁচ হাজার কৃষককে সরিষা বীজ, মসুর, মূগ ও খেসারী বীজ ১২০০ জনকে, পেঁয়াজ বীজ ২০০ জনকে এবং বাকী কৃষকদের মাঝে ভুট্টা ও চীনা বাদামের বীজ বিতরণ করা হয়।
Tag:
No comments: