প্রধান সংবাদ

Theme images by kelvinjay. Powered by Blogger.

পুলিশের বাড়িতে ডাকাতি, ডাকাত আতঙ্ক উপজেলা জুরে

পুলিশের বাড়িতে ডাকাতি, ডাকাত আতঙ্ক উপজেলা জুরে, উদাসীন পুলিশ ভাঙ্গা প্রতিনিধি ফরিদপুরের ভাঙ্গায় সম্প্রতি ফাঁকাবাড়িতে কেয়ারটেকারকে নৃশংসভাবে ...

প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » ফরিদপুর জামায়াত নেতার প্রতিষ্ঠানে বিএনপি নেতার হামলা ভাংচুর

ফরিদপুর জামায়াত নেতার প্রতিষ্ঠানে বিএনপি নেতার হামলা ভাংচুর

ডেস্ক রিপোর্ট

ফরিদপুর শহরের ঝিলটুলী জামায়াত নেতাদের হাউজিং প্রতিষ্ঠান শতনীড় ফরিদপুর টাওয়ারের সিমানা প্রাচীর ভাংচুরের ঘটনা ঘটেছ। গত ২৯ অক্টাবর বিকেল ঘটনা ঘটেছ। ঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এদিকে অভিযুক্ত বিএনপি নেতা জামায়াত নেতাদের কাছে ১৫ বছর জিম্মি ছিল বলে দাবী করেন।

গত ২৯ অক্টোবর বিকেলে শহর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ফাত্তাহুল ইসলাম তার সমর্থিত শতাধীক নেতাকর্মী নিয়ে শহরের ঝিলটুলীর জামায়াত নেতাদের প্রতিষ্ঠান শতনীড় ফরিদপুর টাওয়ারে হামলা করে ভবনের সীমানা প্রাচীর ভাংচুর চালায়। এ সময় ভবনের প্রধান পিলার ক্ষতিগ্রস্থ হয়ে ঝুকির মধ্য পড়ে। এতে ভবনের ৬১ টি পরিবার ঝুকির মধ্যে রয়েছে।https://www.profitablecpmrate.com/pdi063hwz?key=0299aef94c4809d41c7b37ad6a5dbe45

ঘটনার প্রতিবাদ জানিয়ে ফরিদপুর শহরের সহ সেক্রেটারী জাহাঙ্গির হোসেন ২০ নং ওয়ার্ড জামায়াত সভাপতি ও শতনীড় ফরিদপুর টাওয়ার ভবন মালিক সমিতির সম্পাদক অধ্যাপক মোঃ নজরুল ইসলাম ৩০ অক্টোবর বিকেল এক সংবাদ সম্মলনের মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানান। ভবনটির পার্কিং প্লেসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভবনের সকল সদস্যরা অংশ নেয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএনপি নেতা জুলফিকার আলী জুয়েলের নেতৃত্বে আলিপুরের মোজাম্মেল হোসেন মিঠু, চরকমলাপুরের মোঃ শাহীন শেখ, তুহিন, সবুজ ও পাকিস্তান লিটনসহ ২ শতাধিক গুন্ডা বাহিনী নিয়ে অতর্কিত হামলা করে সীমানা প্রাচীর ভেঙ্গে চুরমার করে। এমনকি আমাদের গার্ডের রুম ভেঙ্গে চুরমার করে দেয়। এ সময় তারা বলেন, আমাদের দেয়াল ভেঙ্গে দেওয়ার পরও নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে।

এ বিষয়ে এ্যাডঃ মজিবর রহমানের কন্যা তাহসিনা রহমান দিনা জানান,আমি কলেজ থেকে ফিরে ওই অবস্থা দেখে জিজ্ঞাসা করি এখাণে কি হচ্ছে? তখন তারা আমার দিকে তেড়ে আসে এবং আমার উপর চিল্লায়, তখন আমি ভিডিও করতে গেলে আমাকে চারদিক দিয়ে ঘিরে ধরে এবং আমার ফোন কেড়ে নিতে যায়। পরে তাদের মধ্যে থেকে একজন বলে আপনি কার মেয়ে? রাস্তায় বের হবেন না? আপনাকে দেখে  নিবো। এভাবে আমাকে হুমকি ধামকি দেয়। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।

অপরদিকে বিএনপির নেতা ফাত্তাহ বলেন, পথটি ১৫ বছর ধরে ক্ষমতা দেখিয়ে জামায়াতের নেতারা তাদের বাড়ি থেকে বের হওয়ার পথ বন্ধ করে দেয়াল দিয়েছিল। এখন তারা তাদের বন্ধি দশা থেকে মুক্ত হতে ওই দেয়ালটি ভেঙ্গে দিয়েছি।

অভিযুক্ত বাড়ির মালিক শরীফা বেগম (ফাত্তার বোন) বলেন, ১০/১৫ বছর ধরে আমাদের যাতায়াতের পথ আটকে দিয়েছে। আমরা বিভিন জায়গায় নালিশ করছি। কোন প্রতিকার পাইনি।  

 

  

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply