ফরিদপুর-খুলনা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ২৩
ফরিদপুর-খুলনা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ২৩
ডেস্ক রিপোর্ট
ফরিদপুর-খুলনা মহাসড়কের মল্লিকপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ২৩ জন।
মঙ্গলবার(১৫ অক্টোবর) ভোর চারটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর কোতোয়ালি থানাধীন মল্লিকপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে থানার এএসপি মারুফ হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকার আব্দুল্লাপুর
থেকে ঝিনাইদহগামী গ্রিন এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতদিক সাতক্ষীরার
শ্যামনগর থেকে ছেড়ে আসা খাগড়াছড়ি পরিবহন নামে অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ
হয়। গ্রিন এক্সপ্রেস ৭০-৮০ গজ দূর থেকে তার লেন পরিবর্তন করে। তার যাওয়া কথা বাম সাইড
দিয়ে, কিন্তু বাসটি বিপরীত লেনে চলে আসে। অর্থাৎ ডান পাশের লেনে চলে আসে, ফলে দুই বাসের
মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে ৫ জন নিহন হন, আহত হয়েছেন অন্তত ২৩ জন। তিনি আরও
বলেন, যেহেতু ভোরবেলা, চালকের ঘুমের কারণে এবং লেন পরিবর্তনের কারণে দুর্ঘটনা ঘটেছে
বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।https://www.cpmrevenuegate.com/pdi063hwz?key=0299aef94c4809d41c7b37ad6a5dbe45
মৃত ৫ জনের মধ্যে দুজনের পরিচয় সনাক্ত হয়েছে। দুজনের বাড়ী সাতক্ষীরার শ্যামনগর উপজেলায়। একজনের নাম আবু বক্কার
(৫৫) ও অপরজনের নাম বাবু (৪০)।
বাসের যাত্রী ইট ভাটার শ্রমিক
শরিফুল ইসলাম জানান,ঢাকায় ইট ভাটায় কাজ করি, সেখানে যাওয়ার জন্যে রাত দুটায় বাসে উঠছি।
ভোর বেলা পরিবহনটি হঠাৎ করে রং সাইডে চলে এসে আমাদের বাসকে মাইরে দিসে। ৫জন মারা গেছে
আর আমরা আহত হইছি।
জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা ও পুলিশ সুপার মোঃ আঃ জলিল আহতদের খোজ নিতে ফরিদপুর মেডিকেল হাসপাতালে যান। এ সময় জেলা প্রশাসনের পক্ষ হতে তাৎক্ষনিক ভাবে আহতদের চিকিৎসার জন্য ১০ হাজার করে টাকা দেন এবং নিহতদের পরিবারকে ২৫ হাজার করে টাকা দেওয়ার ঘোষণা দেন। তিনি জানান, এই দুর্ঘটনার কারণ জানতে দ্রুতই একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
Tag:
No comments: