প্রধান সংবাদ

Theme images by kelvinjay. Powered by Blogger.

পুলিশের বাড়িতে ডাকাতি, ডাকাত আতঙ্ক উপজেলা জুরে

পুলিশের বাড়িতে ডাকাতি, ডাকাত আতঙ্ক উপজেলা জুরে, উদাসীন পুলিশ ভাঙ্গা প্রতিনিধি ফরিদপুরের ভাঙ্গায় সম্প্রতি ফাঁকাবাড়িতে কেয়ারটেকারকে নৃশংসভাবে ...

প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » শুধু পৌরসভার বাসিন্দাই হইছি, উপকারের বদলে ক্ষতিই হইছে

শুধু পৌরসভার বাসিন্দাই হইছি, উপকারের বদলে ক্ষতিই হইছে  

ডেস্ক রিপোর্ট

শুধু পৌরসভার বাসিন্দাই হইছি, উপকারের বদলে ক্ষতিই হইছে আমাদের। কোন সেবাতো আমরা পাইই নাই বরং বছর শেষে যে পরিমান ট্যাক্স আমাদের উপর চাপানো হইছে তা পরিশোধ করতে আমাদেরকে জমি বিক্রি করতে হইছে। এমন পৌরসভার বাসিন্দা আমরা হইতে চাইনা।  

ফরিদপুরের বর্ধিত পৌরসভা থেকে ইউনিয়নে ফিরে যেতে সাবেক কৈজুরী, গেরদা ও আলিয়াবাদ ইউনিয়নবাসী মানববন্ধন কর্মসূচি পালন কালে এমনই আক্ষেপ করে বলছিলেন গেরদার এক কৃষক। সোমবার সকাল ১১টার ফরিদপুর-বরিশাল মহাসড়কের মুন্সিবাজার মোড়ে কৈজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রউফ উন নবীর সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।https://www.cpmrevenuegate.com/pdi063hwz?key=0299aef94c4809d41c7b37ad6a5dbe45  

বর্ধিত পৌরসভা থেকে ইউনিয়নে ফিরে যাবার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন গেরদা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ মাকসুদ আলী বিধু, মুন্সিবাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শহীদ মাতুব্বর, ব্যবসায়ী জাসদ মিয়া, দেলোয়ার হোসেন, ফরহাদ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ থেকে তাদের একটি অংশ পৌরসভায় অন্তভুক্ত করার পর থেকেই গ্রামবাসীর ঘর-বাড়ি এবং জমিজমার অতিরিক্ত খাজনা পরিশোধ করতে হিমশিম খেতে হচ্ছে। যেখানে ইউনিয়ন পরিষদের ঘর-বাড়ি এবং জমির খাজনা ছিলো ৩ থেকে ৫ টাকা সেখানে বর্তমানে জমি এবং বাড়ীর জন্য গুনতে হচ্ছে ৪০ টাকা করে। এছাড়া জমির রেজিষ্ট্রি করতেও অতিরিক্ত ৩ শতাংশ কর দিতে হচ্ছে। এ অবস্থায় গ্রামবাসী বর্ধিত পৌরসভার কোন ধরনের সুযোগ সুবিধা না পেয়ে চরম অস্বস্থিকর অবস্থার মধ্যে পড়েছেন।

 

স্থানীয়দের দাবী, যত দ্রুত সম্ভব বর্ধিত পৌরসভা থেকে আলিয়াবাদ, গেরদা ও কৈজুরী ইউনিয়নের যে সমস্ত অংশ নেওয়া হয়েছে তা পুনরায় পৌরসভা থেকে বাদ দিয়ে ইউনিয়নে ফিরিয়ে দেওয়া। তা না হলে আগামি দিনে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে তাদের দাবী পুরণ করা হবে বলে জানান নেতৃবৃন্দ। এসময় ভুক্তভোগী বর্ধিত ফরিদপুর পৌরসভার ২৭নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন।  

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply