ফরিদপুরে ৬ লক্ষাধিক টাকার ফেনসিডিলসহ এক ব্যবসায়ী গ্রেফতার
ফরিদপুরে ৬ লক্ষাধিক টাকার ফেনসিডিলসহ এক ব্যবসায়ী গ্রেফতার
জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর
ফরিদপুর
পৌরএলাকার ব্রাহ্মণকান্দা
হতে প্রায় ০৬ লক্ষাধিক টাকা
মূল্যমানের ২০৮ বোতল ফেনসিডিল ও বিদেশী মদসহ
০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ২৩ অক্টোবর সোমবার দুপুরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন ব্রাহ্মণকান্দা এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৬,৩৪,৩০০ টাকা মূল্যমানের ২০৮ বোতল ফেনসিডিল ও ০২ বোতল বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার ধাইসার গ্রামের মৃত ইসমাইল হাওলাদারের পুত্র মোঃ ওয়াসিম হাওলাদার ওরফে বাতেন।
র্যাব-১০, সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেছে। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে বিদেশী মদ ও ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত
ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।
Tag:
No comments: