ফরিদপুরে দুর্ধর্ষ ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার
ফরিদপুরে দুর্ধর্ষ ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার
জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর
স্বামী,
স্ত্রী ও শ্যালক নিয়ে
গড়ে উঠেছে দুর্ধর্ষ এক ডাকাত দল।
এ দলে রয়েছে দেশের বিভিন্ন স্থানের
আরও কয়েকজন সদস্য। তাঁরা দেশের বিভিন্ন জেলায় ডাকাতি করে আসছিলো বলে জানিয়েছে পুলিশ। গত ২৭ সেপ্টেম্বর
ফরিদপুর সদরের তাম্বুলখানা গ্রামে এক প্রবাসীর বাড়িতে
ডাকাতির ঘটনায় করা মামলায় গতকাল শনিবার রাতে এই তিনজনকে গ্রেফতার
করা হয়েছে। গ্রেফতারের পর বের হয়ে আসে চাঞ্চল্যকর
আরও তথ্য।
গ্রেফতারকৃত
ডাকাত সদস্যরা হলেন শহিদুল
ইসলাম (৪০), তাঁর স্ত্রী মিনু আক্তার ওরফে শারমিন (৩৮) এবং শ্যালক আরিফ মাতুব্বর (৩০)। গতকাল
শনিবার রাত সাড়ে ৮টায় ফরিদপুর শহরের গোয়ালচামট ওয়ারলেসপাড়ায় অভিযান চালিয়ে স্বামী, স্ত্রী ও জেলার সালথা
উপজেলার ভাওয়াল গ্রামে অভিযান চালিয়ে শহিদুলের শ্যালক আরিফকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারের
সময় ডাকাতি হওয়া একটি মোবাইল ফোন, প্রবাসীর বাড়ির সিসি ক্যামেরার ডিভিআর মেশিন, ডাকাতির কাজে ব্যবহৃত ছুরি, গ্রিল কাটারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
২২ অক্টোবর রবিবার দুপুরে ১২ টায় ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রেফতারে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. শাহজাহান। শহরের ওয়্যারলেসপাড়ায় ভাড়া বাসায় থেকে শারমিন ডাকাত দলের সদস্যদের সহযোগিতা করে আসছিলো বলে তিনি জানান।
পুলিশ সুপার বলেন, ‘তাম্বুলখানা এলাকায় রাত ২.৩০টার দিকে কুয়েত প্রবাসী চান মিয়ার বাড়িতে সাতজনের ডাকাত দল গ্রিল কেটে মালামাল লুট করে। বাড়ির সবাইকে জিম্মি করে মোবাইল ফোন, কানের দুল, চুড়ি, চেইন ও নগদ অর্থসহ প্রায় আট লাখ টাকার মালামাল লুট করে। তদন্তে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামিদের চিহ্নিত করা হয়।
গ্রেফতার
ব্যক্তিরা গত ১৪ সেপ্টেম্বর
নগরকান্দা থানায় একটি ডাকাতি মামলা হয়। সেই ডাকাতির
ঘটনাও এই চক্রটি ঘটিয়েছে
বলে জানান পুলিশ সুপার। তিনি বলেন, ‘বাগেরহাটের মোল্লারহাট, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও ঢাকার খিলগাঁও
এলাকারে এক বাড়িতে ডাকাতি করেছে এরা। এছাড়া এই চক্রটি
দেশের বিভিন্ন জেলায় ডাকাতি করেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে গ্রেফতাররা। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।
সংবাদ
সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) মোহাম্মদ
ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল
প্রমুখ।
Tag:
No comments: