ফরিদপুরে আলু ও কাঁচা মরিচের আড়তে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান
ফরিদপুরে আলু ও কাঁচা মরিচের আড়তে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান
ফরিদপুর
শহরের হাজী শরীয়তুল্লাহ বাজার ও ফরিদপুর সদরের
কানাইপুর বাজারে ১১ জুলাই মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পযন্ত এ অভিযান চালানো
হয়।
অভিযান
চলাকালে কানাইপুর বাজারের মেসার্স আয়শা জলিল ট্রেডার্সকে দুই হাজার এবং হাজী শরীয়তুল্লাহ বাজারের মেসার্স মানিক ট্রেডার্সকেদুই হাজার এবং মেসার্স পরিতোষ স্টোরকে এক হাজার টাকাসহ
ওই তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, আলু ও কাঁচা মরিচের অধিক দাম রাখা, ক্রয়-বিক্রয় রশিদ না থাকা, এবং মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করা হয়।
এসময়
সিভিল সার্জন কাযালয়ের জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. বজলুর রশিদ খান ও ওই দুই
বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag:
No comments: