ফরিদপুরে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ২০ জন
ফরিদপুরে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ২০ জন
গত
২৪ ঘন্টায় ফরিদপুরে ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ জন। এ
নিয়ে গত জানুয়ারি থেকে
১১ জুলাই মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫৫ জন।জেলা সিভিল সার্জনের কার্যালয় সুত্রে এ তথ্য জানা
গেছে। তবে ফরিদপুরে এ পর্যন্ত ডেঙ্গুতে
আক্রান্ত হলেও কোন মৃত্যুর ঘটনা ঘটেনি।
ফরিদপুরে
নতুন করে যে ২০জন ডেঙ্গুতে
আক্রান্ত হয়েছে তার মধ্যে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ১১, ফরিদপুর জেনারেল হাসপাতালে ও বোয়ালমারী উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে ৩জন করে ৬জন, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন ও মধুখালী উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন চিকিৎসা নিচ্ছেন।
চিকিৎসাধীন
রোগীদের মধ্যে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকলে কলেজ হাসপাতালে ৪৪, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন, ফরিদপুর
জেনারেল হাসপাতাল ও বোয়ালমারী উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে ৫জন করে ১০ জন এবং
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪জনের চিকিৎসা চলছে।
এদিকে মঙ্গলবার দুপুর ১২টা থেকে ফরিদপুরের সিভিল সার্জনের নেতৃত্বে ফরিদপুর জেনারেল হাসপাতাল চত্বর ও বিভিন্ন ওয়ার্ডে এবং পরে ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু বিষয়ক সচেতনতা করে মাইকিং করা হয়। পাশাপাশি বিতরণ করা হয় লিফলেট।
এ
সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা গনেশ কুমার আগরওয়ালা, সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা আল আমিন সারোয়ার,
জেলা মেডিকেল সার্ভিলেন্স কর্মকর্তা এ কে এম
আহসানুজ্জামান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুল ইসলাম, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম প্রমুখ।
ফরিদপুরের
সিভিল সার্জন ছিদ্দীকুর বলেন, ফরিদপুরে ডেঙ্গু পরিস্থিতি সহনীয় পর্যায়ে আছে। শঙ্কিত হওয়ার মত পরিস্থিতি এখন
পর্যন্ত উদ্ভব হয়নি। তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। তিনি বলেন গত জানুয়ারী থেকে
আজ (মঙ্গলবার) পর্যন্ত ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোন রোগীর মৃত্যু হয়নি।
Tag:
No comments: