ফরিদপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালন
ফরিদপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালন
জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর
"সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন" এই প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে ২৩ জুলাই রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসনের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এর পুর্বে বেলুন উড়িয়ে
দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো কামরুল আহসান তালুকদার। র্যালীতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক বলেন, বছরের বিভিন্ন দিন বিভিন্ন দিবস থাকে, আমরা তা পালনও করে থাকি। যে কোনো দিবস পালন করার ক্ষেত্রে আমরা ওই দিন সর্বোচ্চ জনসেবা দিতে নিজেদের দায়িত্ব পালনের চেষ্টা করি। তিনি বলেন কোনো বিশেষ দিন নয়, প্রতিটি দিনই যেন বিশেষ হয় আর বিশেষ সেবা যেন জনগণ পায়। জনগণ যেন সেবা নিয়ে
হাসিমুখে অফিস থেকে যেতে পারে তা নিশ্চিত করতে হবে।
জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার সরকারি সেবাসমূহ মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে চলছে। সেজন্য সরকারি দপ্তরের প্রত্যেক প্রধানগণ মানুষকে সেবা প্রদানের ক্ষেত্রে আরো বেশি আন্তরিক হতে আহ্বান জানান। কোনো সেবাগ্রহীতা যেন কোনোভাবেই হয়রানির মুখে না পড়ে সেদিকে দপ্তরপ্রধানের ভূমিকা রাখতে হবে।
বর্তমানে দেশের প্রায় ৯০ শতাংশ মানুষই ইন্টারনেট ব্যবহার করছে উল্লেখ করে তিনি বলেন, স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ গড়ে তুলতে পারলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। এসব করতে হলে অনেক চ্যালেঞ্জ আসবে, আর এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
Tag:
No comments: