প্রধান সংবাদ

Theme images by kelvinjay. Powered by Blogger.

ভাঙ্গার আন্দোলনে আহত দুই সাংবাদিককে আর্থিক সহযোগীতা করলেন মিজানুর রহমান মোল্লা

ভাঙ্গার আন্দোলনে আহত দুই সাংবাদিককে আর্থিক সহযোগীতা করলেন মিজানুর রহমান মোল্লা ডেস্ক রিপোর্ট ফরিদপুর ৪ আসনের ভাঙ্গা উপজেলার ...

প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » ফরিদপুরে অস্ত্র ও লুণ্ঠিত মালামাল সহ ৭ ডাকাত গ্রেফতার

ফরিদপুরে অস্ত্র লুণ্ঠিত মালামাল সহ ডাকাত গ্রেফতার

জিল্লুর রহমান রাসেল,ফরিদপুর

ফরিদপুরে ডাকাত সর্দার আলম তার দলের সদস্যকে দেশীয় আগ্নেয়াস্ত্র, একাধিক দেশীয় অস্ত্র ডাকাতি করা মালামাল সহ মোট ডাকাতকে আটক করেছে র‌্যাব ফরিদপুর ক্যাম্প।

সোমবার (২৪ জুলাই) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান‌ র‌্যাব- এর ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল শাইখ আকতার। তিনি জানান, সোমবার ভোরে ফরিদপুরের কোতয়ালী থানাধীন পাইককান্দিতে জনৈক ফরিদ শেখের বাড়িতে ডাকাতি করে পালানোর সময় তাদের আটক করা হয়।

এরা হলেন, ডাকাত সর্দার ফরিদপুরের কানাইপুরের লক্ষ্মীপুরের মো. আলম হোসেন (৪৬), শিবরামপুরের মো. শফিকুল শেখ (৩৫), ভাঙ্গার মানিকদি গ্রামের মো. ওমর ফারুক (৩২), চর টেপাখোলার মুসা শিকদার (৪২), সালথার নিন্দুপট্টির মো. সবুজ মাতুব্বর (২৪), রাজবাড়ীর ভবকদিয়ার শাহাদাত খান (২২) ও সাদীপুরের মো. খোকা শেখ (৪৫)।

তাদের নিকট থেকে ২টি ওয়ান শুটার গান, ২টি কার্তুজ, ২টি গরু, ১টি ট্রাক, রামদা, দা, চাকু, রেঞ্জ, রড, ওয়াল কাটার, ৭টি মোবাইল, ১২টি সিম উদ্ধার করা হয়। অভিযানকালে সুজাত মাতব্বর নামের অপর একজন পালিয়ে যায়।

প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল শাইখ আকতার বলেন, অতি সম্প্রতি ফরিদপুর ও রাজবাড়ী জেলায় আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়ে কয়েকটি ডাকাতি ঘটনা ঘটে। যা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকিস্বরূপ ও জনমনে ভীতি সৃষ্টি করে। এর প্রেক্ষিতে ডাকাত দলকে আটকের জন্য ‌র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্প কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় ডাকাতিকালে তাদের আটক করা হয়।

তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অস্ত্রসহ ডাকাতি, দস্যুতা, মারামারি সহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ডাকাত সর্দার আলমের বিরুদ্ধে ৬টি, শফিকুলের বিরুদ্ধে একটি, খোকার বিরুদ্ধে একটি, সবুজের বিরুদ্ধে ২টি শাহাদাতের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

 

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply