ফরিদপুরে ৩৬০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ৫ কারবারি
ফরিদপুরে ৩৬০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ৫ কারবারি
বিশেষ প্রতিনিধি
ফরিদপুরে
৩ হাজার ৬০০পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক কারবারিকে
গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।২০ জুলাই বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের ব্রাহ্মণকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা জেলার মধুখালী উপজেলার বনমালিদিয়া এলাকার মৃত পাচু ফকিরের ছেলে আলী আকবর ফকির (৫০), নগরকান্দা উপজেলার সেন্টু কাজীর ছেলে ইমরুল কাজী (৩৭), কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ডিলপাড়া এলাকার মোহাম্মাদ হোসেনের ছেলে জসিম উদ্দিন (৩৮), কক্সবাজার সদরের বৌদ্দগুনা এলাকার নুরুল হকের ছেলে মো. ফারুক (৩২) ও একই জেলার
খসরুকুল দক্ষিণ মামুনপাড়া এলাকার মো. সেলিমের ছেলে মো. খোকন তারেক (২০)।
এর
মধ্যে গ্রেফতার আলীর বিরুদ্ধে একটি মাদক মামলার যাবজ্জীবন সাজা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও ছয়টি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারের
সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কোতোয়ালি জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নতুন করে একটি মাদক মামলা দায়ের শেষে বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হবে।
Tag:
No comments: