প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » ফরিদপুরে পদ্মার ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে ডিসি

 ফরিদপুরে পদ্মার ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে ডিসি


জিল্লুর রহমান রাসেল,ফরিদপুর

ফরিদপুর সদর উপজেলার পদ্মা নদীর নর্থ চ্যানেল ইউনিয়নের ইউসুফ মাতুব্বরের ডাঙ্গী এলাকার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের তালিকা করার নির্দেশ দেন এবং তাদের সকল ধরনের সহযোগীতা প্রদানের আশ্বাস দেন।

১০ জুলাই সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক। পাশাপাশি তিনি ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের দুটি প্যাকেজের অধীনে বালু ভর্তি জিও ব্যাগ ফেলার কার্যক্রম তদারকি করেন।


ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার বলেছেন, আগামী শুষ্ক মৌসুমে ভাঙ্গণ কবলিত এলাকায় স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। ইতোমধ্যে পানি সম্পদ উপমন্ত্রী কে এম এনামুল হক শামীমকে বিষয়টি জানানো হয়েছে। তিনি শীঘ্রই ভাঙ্গণ কবলিত এলাকা পরিদর্শন করার প্রত্যয় ব্যক্ত করেছেন।


জেলা প্রশাসক বলেন, যারা ভাঙ্গনের শিকার হয়েছেন তাদের টিন দেওয়া হবে। যারা একেবারে নিঃস্ব সহায় সম্বলহীন হয়ে গেছে তাদের সরকারি খাস জমিতে আশ্রায়ণ প্রকল্পের মত ঘর তুলে দিয়ে আবাসনের ব্যবস্থা করা হবে।

সময় ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেনসহ ক্ষতিগ্রস্থরা উপস্থিত ছিলেন। 


প্রসঙ্গত, গত ২৬ জুন থেকে ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের ইউসুফ মাতুব্বরের ডাঙ্গী এলাকায় পদ্মা নদীর দুই কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন শুরু হয়েছে। ভাঙ্গনের কবলে পড়ে গত ১৪ এর দিনে অন্তত ৪০টি বাড়িঘর ও কয়েকশ' একর ফসলী জমি নদীগর্ভে চলে গেছে বলে স্থানীয়রা জেলা প্রশাসককে অবহিত করেন।

 

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply