মনোনয়ন পত্র জমা দিলেন ফরিদপুর-৪’র সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান
মনোনয়ন পত্র জমা দিলেন ফরিদপুর-৪’র সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান
ডেস্ক রিপোর্ট
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের (রিক্সা প্রতীক) সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ২৯ ডিসেম্বর সোমবার বেলা ১২ টার দিকে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার শরীফ শাওন এর নিকট তিনি তার মনোনয়ন পত্রটি জমা দেন। এ সময় সদরপুর উপজেলা নির্বাচন অফিসার মোঃ মঞ্জুর হোসেন উপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র জমা দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের মিজানুর রহমান মোল্লা বলেন- আজ আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ হতে সদরপুর উপজেলায় মনোনয়নপত্র জমা দিলাম। আমরা ১০ দল সমঝোতা করে এ আসনে নির্বাচন করবো। বাছাই এর পর এ বিষয়টি চুড়ান্ত হবে। আমাদের এ আসনে ১০ দল থেকে যাকে চুড়ান্ত করা হবে বাকি সবাই তার জন্য কাজ করবো। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচনী পরিবেশ ভালো আছে বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু নাছির আইয়ুবী, সদরপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতি জাকির হুসাইন ফরিদী, সদরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাদেকুর রহমান সিদ্দিকী, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতি যাকারিয়া এ সময় উপস্থিত ছিলেন।
Tag:




No comments: