ভাঙ্গায় ইয়াছিন ও রায়হান হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
ভাঙ্গায় ইয়াছিন ও রায়হান হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
ডেস্ক রিপোর্ট
ফরিদপুরের
ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের থানমাত্তা গ্রামে সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে খুনের
শিকার ইয়াছিন খালাসী ও রায়হান শেখ
হত্যাকারীদের দ্রুত
গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির
দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
১৬
মে শুক্রবার সকাল ১০ টায়
থানমাত্তা গ্রামের বটতলায় আজিমনগর ইউনিয়নের সর্বস্তরের জনগনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে
বক্তব্য রাখেন- আজিমনগর ইউপি চেয়ারম্যান শাহজাহান
হাওলাদার, নিহত ইয়াছিনের
বাবা জাহাঙ্গীর খালাশী, মা ইয়াসমিন ও নিহত রায়হান শেখ এর মাসহ স্থানীয়রা।
বিভিন্ন
বয়সের কিশোর কিশোরিরা নানা শ্লোগানের প্ল্যাকার্ড
হাতে মানববন্ধনে অংশ নেন।
প্রসঙ্গত,
গত ১০ মে শনিবার রাত ৯.৩০ টার দিকে
থানমাত্তা বটতলা এলাকা থেকে ইয়াসিন খালাসীকে বাড়ী থেকে ডেকে নেয়। পরে পার্শ্ববর্তী
নির্জন এলাকায় ব্রিজের নিচে ধানক্ষেতে নিয়ে ইয়াসিনকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
এ সময় রায়হান ও শাকিল নামে আরও দুইজন আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে ইয়াছিন মারা
যায়। ঘটনার তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় রায়হানের মৃত্যু হয়।
Tag:
No comments: