মিথ্যা মামলা থেকে মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
মিথ্যা মামলা থেকে মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে পরিকল্পিত একটি হত্যাকান্ডকে কেন্দ্র করে মামলায় জড়িয়ে হয়রানি ও চাঁদা দাবীর অভিযোগ উঠেছে স্থানীয় কথিত এক সাংবাদিক ও তার সহযোগীদের বিরুদ্ধে। এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী। শুক্রবার বিকেল ৪ টায় উপজেলার ঘারুয়া ইউনিয়নের হিরালদী গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কৃষক মিজান হাওলাদারের সভাপতিত্বে শত শত নারী পুরুষ হাতে হাত রেখে সড়কে ঘন্টাব্যাপি মানববন্ধন করে। মানববন্ধন শেষে একটি মিছিল গ্ৰাম প্রদক্ষিণ শেষে হীরালদী মাদ্রাসায় এসে শেষ হয়।
মানববন্ধনে উপস্থিত নারী পুরুষ তাদের বক্তব্যে বলেন, এ বছরের শুরুতে কৃষকদের পিঁয়াজের বীজ জমিতে অংকুরিত না হওয়ায় বীজ ব্যবসায়ী ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোস্তফা মাতুব্বরের সাথে কৃষকদের কথা কাটাকাটি হয়। সে সময় কৃষকেরা বীজের টাকা ফেরত চাইলে মোস্তফা মাতুব্বর তার লোকজন নিয়ে কৃষকদের মারধর করে। ঐ ঘটনায় (১৩ ই ডিসেম্বর '২৪) কৃষকদের পক্ষে হান্নান দাই বাদী হয়ে মোস্তফা মাতুব্বরদের বিরুদ্ধে ভাঙ্গা থানায়একটি মামলা করেন। পরবর্তীতে মোস্তফা মাতুব্বর জনৈক বিএনপির কথিত নেতা ও সাংবাদিক শামীম নামের এক ব্যাক্তির মাধ্যমে থানা-পুলিশকে ম্যানেজ করে উল্টো (১৯ ডিসেম্বর '২৪) কৃষকদের নামে একটি হয়রানি মূলক মামলা দায়ের করেন। সেই মামলার ভয়ে গ্রামবাসী ঘরছাড়া হলে মোস্তফা মাতুব্বরের লোকজন হীরালদী গ্রামবাসীর উপর নির্যাতন অত্যাচার বাড়িয়ে দেয়। তার নির্যাতনে বর্তমানে স্কুল পড়ুয়া গ্রামের ছেলে মেয়েরা স্কুলে যাওয়া থেকে বিরত রয়েছে, হাটবাজারে লোকজন যেতে পারছেন না। সম্প্রতি ঐ মামলা থেকে গ্ৰামবাসি জামিনে আসলে পুনরায় মোস্তফা মাতুব্বর বিএনপির কথিত নেতা শামীম এর সহায়তায় ফের নির্যাতন অত্যাচার বাড়িয়ে দেয়। এসব থেকে পরিত্রান পেতে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সকলের কাছে দাবি জানিয়েছেন মানববন্ধনে থাকা শত শত নারী পুরুষেরা।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী লাভলু দাই, কৃষক নেতা শাহীন হাওলাদার, কৃষানী সপ্মা বেগম, ঝর্না বেগম, কৃষক নজরুল দাই প্রমুখ।
Tag:
No comments: