সাংবাদিকদের হুমকি ও গালিগালাজের অভিযোগ বালুখেকো সোহেল ভান্ডারির বিরুদ্ধে
সাংবাদিকদের হুমকি ও গালিগালাজের অভিযোগ বালুখেকো সোহেল ভান্ডারির বিরুদ্ধে
বিশেষ প্রতিনিধি
ফরিদপুরের
সদরপুর উপজেলার চর মানাইর ইউনিয়নের
চর চান্দ্রা এলাকায় আড়িয়াল খাঁ নদ থেকে
অবৈধভাবে বালু উত্তোলন করার
সংবাদ প্রকাশ করায় সাংবাদিদের হুমকি
ও অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন ভুমিদস্যু ও বালুখেকো সোহেল
মিয়া ওরফে সোহেল ভান্ডারি।
১৮
মার্চ সকালে মুঠোফোনে ০১৭৩৬ ১৫৫৫৫০ নম্বর থেকে কল দিয়ে
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার
জেলা প্রতিনিধিকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও দেখে
নেয়ার হুমকি প্রদান করেন সোহেল ভান্ডারি।
এ বিষয়ে ভাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক মাসুম আল ইসলাম।
সোহেল
মিয়া ওরফে সোহেল ভান্ডারি
ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সিংগারডাক নয়াকান্দা গ্রামের মৃত তাজুল মাতুব্বরের
ছেলে।
সোহেল
ভান্ডারী আওয়ামী শাসনামলে ফরিদপুর ৪ আসনের সাবেক
এমপির ঘনিষ্ঠ সহচর হিসেবে কাজ
করেছেন। আওয়ামী লীগ সরকারের পতনের
পর ভোল পাল্টে বিএনপির
ক্ষমতাধর নেতা বনেছেন এই
সোহেল ভান্ডারী। সেই ক্ষমতাবলে এখন
তিনি কাউকেই পরোয়া করছেন না।
অভিযোগ
পত্রে ওই প্রতিনিধি জানান,
দীর্ঘদিন যাবৎ সোহেল ভান্ডারী
সদরপুরের চর মানাইর ইউনিয়নের
অন্তর্গত আড়িয়াল খাঁ নদ থেকে
ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু
উত্তোলন করছে এমন তথ্যের
ভিত্তিতে আমরা সরেজমিনে যাই
এবং ঘটনার সত্যতা পাই। এলাকাবাসীও নানা
অভিযোগ করেন। তারই ভিত্তিতে আমরা
সংবাদ প্রকাশ করি। সামাজিক যোগাযোগ
মাধ্যমে ওই সংবাদ দেখতে
পেয়ে ক্ষিপ্ত হয়ে সোহেল ভান্ডারী
আমাকে ও আমার সহকর্মীদের
দেখে নেয়ার হুমকি দেয় এবং অকথ্য
ভাষায় গালিগালাজ করে।
সোহেল
ভান্ডারির মুঠোফোনে যোগাযোগ করা হলে কল
রিসিভ না করায় তার
বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফ হোসেন জনান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Tag:
No comments: